বেকারত্ব সমস্যা ও সমাধান
ছোট্ট স্বাধীন এই দেশের কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো বেকারত্ব। সমস্যা এতো প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এদেশ দ্বিতীয় স্থানে। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার ৪.২ শতাংশ। বেকার জীবন মানুষের জন্য অভিশাপ স্বরূপ।
কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। অনেকে নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা কর্মমুখী না। আমাদের দেশে বেকারত্বের মূল কারণ অদক্ষ্য শিক্ষা ব্যবস্থা, স্বজনপ্রীতি, মানসিকতা পরিবর্তনের অভাব, অতিরিক্ত আত্মসম্মানবোধ, পুঁজির অভাব।
কিভাবে এর সমাধান হবে?
এ সমস্যা কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন- এ দেশে কর্মমুখী শিক্ষার খুব অভাব। কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে। একজন যুবককে শুধু শিক্ষিত হলে হবে না। তাকে হাতে-কলমে কাজ শিখতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থান পদ অনুযায়ী ভর্তি করাতে হবে। কার্যকরী শিক্ষা দিতে হবে। চাকরির অপেক্ষা না করে যুবকদের স্বল্প পুঁজি নিয়ে হলেও উদ্যোক্তা হতে হবে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে হবে। মনোবল বা আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের উদ্যোগ কে ছোট করে দেখা যাবে না। মনে রাখতে হবে "বিন্দু বিন্দু করেই মহাসিন্ধু"। শিল্পনির্ভর কাজ করতে হবে। যুবকদের যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা বাড়াতে হবে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইন ভিত্তিক কাজ করার মাধ্যমেও কর্মসংস্থান করা যেতে পারে।
পরিশেষে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কোনো কাজকে ছোট করে দেখলে হবে না। নিজের কাজের প্রতি যত্নবান, শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের দেশে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব।