✨✨SEO কি? (What is SEO)
SEO এর মানে হচ্ছে Search Engine Optimization.
যে পদ্বতিতে আপনার Website এর page কে একটি নির্দিষ্ট কি - ওয়ার্ডের ভিত্তিতে search এর মাধ্যমে গুগল, ইয়াহু, বি়ং সহ অন্যান্য Search Engine গুলোতে প্রথম পর্যায়ে অবস্থান করানো হয়। কিন্তু বর্তমানে বেশিরভাগ online Market গুলো Google Search Result এর অসাধারণ কিছু অ্যালগরিদম এর জন্য Google Search Engine কে টার্গেট করে SEO করে থাকে। কারণ বর্তমানে Google এই সবথেকে বেশি Search করা হয়।
অর্থাৎ সহজ ভাবে বলতে হলে Search Engine Optimization বা SEO হলো, Search Engine Optimization এর মাধ্যমে আপনার website কে Search Engine এর প্রথম পাতায় আনার একটি প্রযুক্তিগত কৌশল।
✨ Search Engine কি?
Search Engine হলো Internet Keyboard এর মাধ্যমে নির্দিষ্ট ভাবে কোন কিছু খোঁজা যেখানে কিছু লিখে Search দিলেই আমরা সাথে সাথে উওর বা তথ্য পেয়ে যায়। যেমন: Google এ যে কোন তথ্য পাওয়ার জন্য Search করে থাকি।
এখন প্রশ্ন থাকতে পারে Search Engine কি ভাবে কাজ করে?
যে কোন Website এর প্রতিটি Page এ ভিজিট করার মাধ্যমে সকল প্রকার ডাটাবেজ Google Search Engine Robot তাদের ডাটাবেজ Save করে রাখে এবং পরবর্তীতে যখন Search Engine এ Search করা হয় তখন ইনডেক্সড ডাটা থেকে Result গুলো আমাদের সামনে চলে আসে। Website যতটা SEO Friendly করবেন Search Result ততটা উপরে আসার সম্ভাবনা বেশি থাকবে।
যখন কেউ Search Engine এ নির্দিষ্ট কি- ওয়ার্ডের মাধ্যমে সার্চ করে তখন যে রেজাল্ট আসে সেখান থেকে প্রথমে ও উপরে আসার কারণ হলো তার Website এর Content এর মান সুন্দর সাজানো গোছানো এবং SEO Friendly করা। সব থেকে ভালো মানের Content গুলোকেই সব থেকে উপরে দেখা যায়। এভাবে আস্তে আস্তে নিচের দিকে বা পরবর্তী পেজে দেখাতে থাকে।
আর আপনার নিজের Website কে Search Engine এর প্রথম পাতায় আনতে হলে এই সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।
♦️SEO সাধারণত দুই প্রকার:
✔️On Page SEO
✔️Off Page SEO
তবে সঠিক ভাবে SEO দুই প্রকার তা হলো
✔️Organic SEO
✔️Paid SEO
এবং এই Organic SEO এর মধ্যেই আছে
👉On Page SEO
👉Off page SEO
🔷Organic SEO এবং Paid SEO কি?
Organic SEO হলো Search Engine Optimization এর সবরকম নিয়ম যদি সুন্দর ভাবে অনুসরণ করেন তাহলে আপনার Website এর প্রথম পাতায় দেখা যাবে। এবং Paid SEO হলো Google Company কে Paid করবেন এবং আপনার Page কে স্বাভাবিক Search Result এর প্রথমে দেখাবে।
আমরা অনেক সময় Search করার পর কিছু কিছু Website কে প্রথমে পাই যেগুলোর পাশে Ad লেখা থাকে সেগুলো মূলত Paid SEO।
👉SEO করার জন্য দুইটি Sector আছে-
-White Hat SEO
-Black Hat SEO
White Hat SEO হলো আপনার Website এর জন্য Google নির্দেশিত Guideline কে কাজে লাগিয়ে আপনার Website কে rank এর জন্য যেই নিয়ম অনুসরণ করা হয় তাকে বুঝায়। SEO র সকল সঠিক নিয়ম অনুসরণ করাই White Hat SEO।
Black Hat SEO আপনি SEO এর সকল নিয়ম ভঙ্গ করে যেভাবে Rank বৃদ্ধি করবেন ওটাই মূলত Black Hat SEO। তবে বর্তমানে Google এর আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর জন্য Black Hat SEO ঠিকভাবে কার্যকর হয় না।
এজন্যই সবাই White Hat SEO অনুসরণ করে থাকে।
No comments:
Post a Comment