🌟কনটেন্ট কি?
কনটেন্ট হল কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য সহ তুলে ধরার মাধ্যম বা কনটেন্ট হল কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য উপাত্ত কে বোধগম্য করার নমুনা।
সেটা হতে পারে কোনও টেক্সট কনটেন্ট, ইমেজ কনটেন্ট, ভিডিও কনটেন্ট, পিপিটি কনটেন্ট, ডক ফাইল ইত্যাদি অনেক ধরনের কনটেন্ট আছে।
তবে ডিজিটাল মার্কেটিং এর জন্য ভিডিও কনটেন্ট, ইমেজ কনটেন্ট বেশি জনপ্রিয়। তাই আমাদের উচিত এ কনটেন্ট গুলো কে কিভাবে আকর্ষণীয় করে তুলবো সেটা জানা।
👉ভাল কনটেন্ট কি?
ভাল কনটেন্ট বলতে বুঝায় আপনার কনটেন্ট অরিজিনাল, কার্যক্ষম এবং আপনার কোন প্রশ্নের উত্তর দেয় এমন। একটি ভাল কনটেন্ট অবশ্যই হতে হবে সঠিক উৎস যুক্ত ইউনিক সংক্ষিপ্ত ব্যাকরণগত ভাবে সঠিক এবং সঠিকভাবে সাজানো।
❤️Happy Freelancing Life ❤️
No comments:
Post a Comment