🔗ব্যাকলিংক কি? (What are Backlinks)
📎ব্যাকলিংক হলো অন্য কোন Website এর সাথে আপনার Website এর Connection। অর্থাৎ, কোন ভিজিটর অন্য কোন ওয়েবসাইটে যখন কোন আর্টিকেল পড়ছে বা কোন কিছু দেখছে সেখানে কোন লিংক যেখানে Click করলে সেটা আপনার ওয়েবসাইট কে নিয়ে আসে। অর্থাৎ, Click করার সাথে সাথেই ওই ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসে। সেটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক।
📌যে Website এর Backlink যত বেশি সে Website তত তাড়াতাড়ি Ranking করবে। একটা ওয়েবসাইটের ব্যাকলিংক যদি 500 হয়। এবং আরেকটা ওয়েবসাইটের ব্যাকলিংক যদি 200 হয়। তাহলে automatically 500 যে ওয়েবসাইট এর ব্যাকলিংক রয়েছে সে ওয়েবসাইটটি Google এর কাছে বেশি
Powerful।
📌Google search engine থেকে ব্লগ বা ওয়েব সাইটে প্রচুর ফ্রী ট্রাফিক ও ভিজিটর্স পেতে হলে অবশ্যই ব্যাকলিংক তৈরি করতে হবে।
📌ব্যাকলিংক, Off page SEO র একটি অনেক গুরুত্বপূর্ণ অংশ এবং এর দ্বারা নিজের ব্লগ বা ওয়েবসাইটের Search engine ranking অনেক বেশি ভালো করে নিতে পারবেন।
📌কারণ, ওয়েবসাইটের কোয়ালিটি ব্যাকলিংক যত বেশি বাড়বে, ব্লগের Domain authority ও ততটাই ভালো হবে।
📌আর আপনার ওয়েবসাইটের Domain authority যত বেশি ভালো হবে, ততবেশি Google আপনার লেখা আর্টিকেল গুলি তার Search result এ ভালো জায়গায় Rank করবে।
📌এতে আপনার ব্লগে Google থেকে আসা ট্রাফিকের পরিমাণ বাড়তে থাকবে।
📌ব্লগিং এ সফলতা পাওয়ার জন্য, ব্লগে সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিজিটার্স আসতে হবে।
📌ওয়েবসাইটের Domain authority (DA) অধিক ভালো থাকা মানে, Google এর নজরে সেই ওয়েবসাইটের কোয়ালিটি অনেক ভালো এবং Search result এ তার Importance অনেক।
📌Google search engine থেকে নিজের Website এ রেগুলার ট্রাফিক পাওয়ার জন্য কিন্তু প্রথম থেকেই ব্যাকলিংক তৈরি করতে থাকতে হবে। আর এই ব্যাকলিংক তৈরীর প্রক্রিয়া সবসময় চালিয়ে যেতে হবে।
আরো সহজ ভাবে বললে, ব্যাকলিংক🔗 মানে হল, আপনার ওয়েবসাইটের "URL লিংক" অন্য একটি ওয়েবসাইটে থাকা এবং এভাবে সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি External link🔗 পাওয়া।
🔗ব্যাকলিংক কত প্রকার? (Types of Backlinks)
🖇️Internal links: ইন্টারনাল লিংক হলো নিজের ব্লগ এর ভেতরেই থাকা ব্যাকলিংক। অর্থাৎ, আমরা যখন ব্লগে আর্টিকেল লিখি, তখন নিজের ব্লগের অন্য আর্টিকেলের লিংক Add করে দেই। সেটাই Internal backlinks।
🖇️External links: এই ধরনের ব্যাকলিংক অন্যদের ব্লগ বা ওয়েবসাইটে গিয়ে বানাতে হয়। অর্থাৎ, অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে আশা লিংক।
🖇️🥤Link juice: অন্যের ব্লগ বা ওয়েবসাইটে Hyper link এর মাধ্যমে যখন ব্যাকলিংক তৈরি করা হয়, তখন Google bots সেইলিং গুলি Follow করে আপনার ব্লগে Link juice পাস করে। এই Link juice আপনার ব্লগের Domain authority বাড়িয়ে Search engine traffic বৃদ্ধি করতে সাহায্য করে।
🖇️Low-quality links: যখন খারাপ, Spam,Low quality বা Harvested website থেকে আপনার ওয়েব সাইটের ব্যাকলিংক আসে তখন Low quality links তৈরি হয়। এই ধরনের ব্যাকলিংক ব্লগের জন্য অনেক ক্ষতিকারক।
🖇️High-quality links: যখন কোনো ভালো এবং High quality website যার DA এবং PA অনেক ভালো, তার থেকে ব্যাকলিংক আসে, তখন সেই ব্যাকলিংক High quality external link।
🖇️No-follow links: যখন অন্যদের ওয়েবসাইট থেকে আসা ব্যাকলিংক গুলিতে "rel=no-follow" ট্যাগ ব্যবহার করা থাকে তখন সেই ব্যাকলিংক গুলি No-follow Backlink। এই ধরনের লিংকের মাধ্যমে Google bots তাদের Link juice 🔗🥤 পাস করে না। তাই এই ধরনের ব্যাকলিংক বিশেষ কাজের না।
🖇️Do-follow links: যখন অন্য ওয়েবসাইট থেকে আসা লিঙ্কগুলিতে "rel=nofollow" ট্যাগ ব্যবহার করা হয় না, তখন সেই লিঙ্কগুলি Do-follow লিংক। এই ধরনের লিংকের মাধ্যমে Google তার Link juice 🔗🥤 পাস করে। তাই এই ধরনের ব্যাকলিংক ব্লগের জন্য অনেক কাজের।
ব্যাকলিংক তৈরি করার নিয়ম অনেক রয়েছে। কিন্তু, ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক বানানোর সময় অনেক জিনিসের ওপর অবশ্যই দিতে হবে। যেমন:
✅যেকোনো Low quality ও Low domain authority থাকা Website থেকে Backlink নেওয়া যাবে না।
✅সবসময় High quality এবং High domain authority থাকা Website গুলির থেকে নিতে হবে।
❌একসাথে অধিক পরিমাণে ব্যাকলিংক তৈরী করা যাবে না। এতে Google আপনার ব্লগকে Spam হিসেবে ধরে নিতে পারে।
এতে আপনার Google search এর Ranking অনেক বেশি কমে যাবে এবং Google আপনার Website চিরকালের জন্য নিজের সার্চ থেকে সরিয়ে দিতে পারে।
✅তাই, সব সময় ভালো Domain authority থাকা High quality এবং Clean ওয়েবসাইট থেকেই ব্যাকলিংক বানানোর চেষ্টা করতে হবে।
✅আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো, Related website থেকে Backlink🔗 নিতে হবে।
No comments:
Post a Comment