🔰🔰 ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি?
সব ব্লগি আসলে ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটকে ব্লগ বলা যায় না। Internet এর মাধ্যমে বিভিন্ন লিঙ্কে গিয়ে যা visit করেন সবগুলো এক একটা ওয়েবসাইট।
ব্লগ হচ্ছে Online Diary র মতো। এখানে একজন ব্লগার বিভিন্ন বিষয়ে নিজের ইচ্ছামত লিখে থাকেন। সাধারণত একটি পেইজে বিভিন্ন Level এবং Category তে ভাগ করে ব্লগে লেখা হয়। ব্লগের লেখাগুলো একপেইজে সাজানো থাকে এবং সর্বশেষ লেখা সবার উপরে থাকে। আর Comment Box এ সবাই Comment করতে পারে।
সাধারণভাবে বলতে গেলে ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হল এর পরিবেশনায় অর্থাৎ ফরমেটে। ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে অনেক কিছুই মিল রয়েছে। কিন্তু এদের মধ্যে অনেক উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আর সেটি হল Content তৈরি এবং Publishing এর ক্ষেত্রে।
✳️ ব্লগের Content নিয়মিত Update করা হয়। এখানে নতুন নতুন Content প্রকাশ করে।
✳️ যে কোন প্রতিষ্ঠান / ব্যক্তি / ওয়েবসাইটের একটা ব্লগ থাকতে পারে। যেটা গ্রাহকের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হতে পারে। একে Informal Communication System ও বলা হয়।
✳️ ব্লগ Two Way Communication System. এখানে গ্রাহকের মতামত প্রকাশ করতে দেওয়া হয়।
✳️ ব্লগের একটি নির্দিষ্ট আকার এবং সেপ আছে। যখন ইচ্ছা তখন একে পরিবর্তন করা যায় না। অবশ্য Template পরিবর্তন করে কাজটি করতে পারে। তারপরও এটা Website এর অতটা Customizable হবে না।
সব প্রতিস্ঠানের একটা ব্লগ থাকে। যার মাধ্যমে তারা ভোক্তাদের সাথে Informally Communicate করে। Google, Microsoft বা এজাতীয় সব প্রতিস্ঠানের ব্লগ আছে। Search Engine গুলোর কাছে Blog খুব প্রাধান্য পায়। কারণ, ব্লগের Contents হয় Fresh এবং Informative। খুব সহজেই এগুলো Search Engine এর Top এ থাকে। আর ব্লগ পরিচালনার জন্য বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন নেই। Computer বা Internet এ মোটামুটি দক্ষ যে কেউ ব্লগ তৈরি বা পরিচালনা করতে পারে।
📌 সাধারণত Website কোন প্রতিষ্ঠানের হয়ে থাকে।
ব্যক্তি মালিকানায় এর কম না। কিন্তু ব্লগের তুলনায় মালিকানাধীন Website অনেক কম। কারণ একজন ব্যক্তির জন্য Website এর তুলনায় Blog বেশি উপযোগী। অবশ্য কোন অভিনেতা, খেলোয়াড় এ জাতীয় বিখ্যাত কেউ হলে তার জন্য Website বেশি মানানসই।
👉 Website অনেক বেশি Versatile। সে তুলনায় Blog এতটা Customizable না।
👉 Website তৈরি এবং Maintenance করার জন্য অবশ্যই Coding Knowledge লাগবে। যা Blog এ খুব একটা প্রয়োজন নেই।
👉 Website এ Visitor দের Comment করার Option থাকে না। এতে প্রতিস্ঠান শুধু নিজের Product, Service, Information শেয়ার করে থাকে।
👉 Website এর Contents ব্লগের মত দ্রুত Update হয় না। প্রতিদিন নতুন Post ও দেওয়া হয় না। শুধু মাত্র দরকারি তথ্য গুলো Share করা হয়।
No comments:
Post a Comment