✨✨Sales ও Marketing এর মধ্যে পার্থক্য কি?
Marketing এবং Sales এর পার্থক্য জানার আগে আমাদের জানতে হবে Marketing এবং Sales কি।
সহজ কথায় Marketing হচ্ছে গ্রাহক - ভিত্তিক আর Sales হচ্ছে পন্য ভিত্তিক।
অর্থাৎ কোন পন্য সরাসরি বিক্রি করাটা হলো Sales আর কোন পন্য তৈরি করার পর তা সম্পর্কে সবার কাছে প্রচার করাটা হলো Marketing।
✨তবে Marketing এর শেষ হয় Sales দিয়ে।
Sales হচ্ছে Marketing এর গুরুত্বপূর্ণ সর্বশেষ ধাপ।
Sales না হলে Marketing সম্পূর্ণ হয় না আবার Marketing ছাড়া ও Sales সম্পন্ন হয় না।
♦️Sales ও Marketing এর পার্থক্য:
👉Marketing হচ্ছে একটি প্রক্রিয়া আর Sales হলো Marketing এর প্রক্রিয়ার একটি অংশ।
👉Marketing হলো কাজের সমষ্টি আর Sales হচ্ছে Marketing এর ফলাফল।
👉Marketing বাজারজাত করন বৃহৎ ও গতিশীল আর Sales বা বিক্রয় একটি ক্ষুদ্র ধারনা।
👉Marketing ক্রেতার অভাবকে পন্যে রূপান্তর করে। আর Sales পন্যকে নগদ টাকায় রূপান্তর করে।
👉Marketing দীর্ঘ মেয়াদি এবং Sales স্বল্পমেয়াদি।
👉Marketing পন্য/ সেবা, মূল্য, বন্টন, প্রসার নিয়ে কাজ করে। আর Sales প্ল্যান, প্রক্রিয়া ,বিক্রয় এলাকা, বিক্রয় লক্ষমাত্রা নিয়ে কাজ করে।
Sales and Marketing এর পার্থক্য থাকলেও Sales কিন্তু Marketing এর একটি গুরুত্বপূর্ণ ধাপ। Sales ছাড়া Marketing এর কাজের ফলাফল আশা করা যায় না। আবার Marketing না করলে Sales আশা করা যাবে না।
No comments:
Post a Comment