Wednesday, February 2, 2022

ওয়েবসাইট কি? ওয়েবসাইট কত প্রকার ও কি কি?

 🔷🔷ওয়েবসাইট কি? ওয়েবসাইট কত প্রকার ও কি কি? 


বর্তমানে আমাদের সবার কাছে 📱Smart phone 🖥️Computer বা 💻Laptop আছে। আর আমরা Mobile বা Computer এ বিভিন্ন কাজ করার জন্য বা অনলাইনে তথ্য খুঁজতে অনলাইনে গেম খেলা, গান শোনা, অনলাইনে ফটো এডিটিং করা ইত্যাদি ছাড়াও আরো অনেক ধরনের কাজ করে থাকি Internet এর মাধ্যমে


🌐📡🛰️Internet এর মাধ্যমে এই সকল কাজ করতে অবশ্যই কোন না কোন ওয়েবসাইট ব্যবহার করতে হয়। তাছাড়া এই সকল বিভিন্ন তথ্য খোঁজার জন্য আমরা Mobile বা Computer থেকে জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন ব্যবহার করি।


এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে অন্যতম হলো Google search এবং Yahoo search সাধারণত আমরা এই দুইটা বেশি ব্যবহার করি। এছাড়া আরও সার্চ ইঞ্জিন আছে। এই ধরনের সার্চ ইঞ্জিনগুলো এক এক ধরনের ওয়েবসাইট।


🔷ওয়েবসাইট কি? (What is website)


ওয়েবসাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েবপৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি। যা Internet সংযোগের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। প্রত্যেকটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে। এছাড়া এভাবেও বলা যায়, একই ডোমেইন অধীনে একাধিক ওয়েবপেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবসাইটকে সম্পর্কে সাইট বলা হয়ে থাকে।


🔷ওয়েব পেজ কি? (What is web page)


Internet তথ্য ওয়েবে কোন লেখা অ্যানিমেশন অডিও-ভিডিও স্থিরচিত্র ইত্যাদি তথ্যসমূহ রাখার জন্য যে পেইজ ব্যবহার করা হয় তাকে ওয়েবপেইজ বলে। অর্থাৎ, ওয়েবে ঢোকার পর প্রথম যে পেইজটি প্রদর্শিত হয় সেটি হল হোমপেইজ। আবার সেই পেইজে অনেকগুলো পেইজ থাকে যেমন: ওয়েবসাইট সম্পর্কে, লগইন পেইজ, যোগাযোগ ইত্যাদি এইসব পেজগুলোকে ওয়েবপেইজ বলা হয়।


🔷ওয়েবসাইট কত প্রকার ও কি কি?


গঠন ও বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা:


➡️স্ট্যাটিক ওয়েবসাইট (Static website)

➡️ডায়নামিক ওয়েবসাইট (Dynamic website)


🔷স্ট্যাটিক ওয়েবসাইট কি?


যেসকল ওয়েবসাইটের ডাটা মানব ওয়েব পেজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এই ওয়েবসাইটটি তৈরীর জন্য স্ক্রিপটিং ভাষা ব্যবহার করা হয় না। HTML, CSS, Java Script দিয়ে সাধারণত একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়।


🔷স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য:


➡️খুব দ্রুত লোড হয়।

➡️ডেটাবেজের সাথে সংযোগ থাকে না।

➡️Content নির্দিষ্ট থাকে।

➡️ব্যবহারিক তথ্য আপডেট করতে পারবে না।

➡️HTML, CSS, JS ইত্যাদি দিয়ে এটি ডিজাইন করা হয়ে থাকে।


🔷স্ট্যাটিক ওয়েবসাইট এর সুবিধা:


➡️নিয়ন্ত্রণ সহজ এবং সহজে পরিচালনা করা যায়।

➡️খরচ কম এবং সাইট দ্রুত লোড নেয়।

➡️সহজে ওয়েব পেইজের লে-আউট পরিচালনা করা যায়।

➡️নেট স্পিড কম হলেও দ্রুততার সাথে ডাটা ডাউনলোড করা যায়।


🔷স্ট্যাটিক ওয়েবসাইট এর অসুবিধা:


➡️Content আপডেট করতে প্রচুর সময় লাগে।

➡️ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে Content নিয়ন্ত্রণ করা ঝামেলা এবং কঠিন হয়ে থাকে।

➡️নতুন কোন পেইজ যুক্ত করতে হলে সেই পেইজের জন্য আলাদাভাবে কোডিং করতে হয়।

➡️ব্যবহারকারীর ইনপুট নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না।


🔷ডাইনামিক ওয়েবসাইট কি?


যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেইজে প্রদর্শনের পরে ও পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। ডায়নামিক ওয়েবসাইট তৈরীর জন্য স্ক্রিপ্ট ভাষা যেমন: PHP, ASP, Python ব্যবহার করা হয় এবং ওয়েব পেইজটি ডিজাইনের জন্য HTML, CSS, JS ও ব্যবহার করা হয়। এর পাশাপাশি ডাটাবেজের ও (SQL / MYSQL) প্রয়োজন হয়।


🔷ডায়নামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য:


➡️পরিবর্তনশীল তথ্য এবং ইন্টারঅ্যাকটিভ ওয়েব পেজ তৈরি করা।

➡️রানটাইম এর সময় পেজের Design বা Content পরিবর্তন হতে পারে।

➡️ডেটাবেজ ব্যবহৃত হয়।

➡️ব্যবহারিক তথ্য আপডেট করতে পারে।


🔷ডায়নামিক ওয়েবসাইট এর সুবিধা:


➡️অনেক বেশি তথ্যবহুল হতে পারে।

➡️তথ্য ও বিষয়বস্তু খুব দ্রুত আপডেট করা যায়।

➡️নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেইজ প্রদর্শন করা যায়।

➡️ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ এক্সেস সেট করা যায়।


🔷ডায়নামিক ওয়েবসাইট এর অসুবিধা:


➡️খরচ বেশি।

➡️নিয়ন্ত্রণ ও উন্নয়ন করা তুলনামূলক জটিল এবং কঠিন।

➡️তথ্য হ্যাক এর সম্ভাবনা থাকে।

➡️ডাটাবেজ ব্যবহার করার জন্য ডাটা লোড হতে বেশি সময় লাগে।


🔷🔷আবার অবস্থানের ওপর ভিত্তি করেও ওয়েবপেইজ দুই প্রকার:


লোকাল ওয়েব পেজ (Local webpage)

রিমোট ওয়েবপেইজ (Remote web page)


🔷লোকাল ওয়েবপেইজ কি?


স্থানীয়ভাবে ডিজাইন করা ওয়েবপেইজ গুলোকে লোকাল ওয়েবপেইজ বলা হয়। এই ওয়েবপেইজ গুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজে ব্যবহার করা যায়। এই ধরনের ওয়েবপেইজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের দরকার হয় না।


🔷রিমোট ওয়েবপেইজ কি?


স্থানীয় Computer ব্যতীত অন্য কোন Computer বা সার্ভারে সংরক্ষিত ওয়েবপেইজ গুলোকে রিমোট ওয়েবপেইজ বলা হয়। রিমোট ওয়েবপেইজ Download এর জন্য Internet Connection এর প্রয়োজন। এ ধরনের ওয়েবপেইজ ব্যবহারের জন্য Web Address জানার প্রয়োজন হয়। এরকম Address কে URL (Uniform Resource Locator) বলে।


🔷🔷এছাড়াও ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইট এর শ্রেণীবিভাগ করা হয়।


🔖Archive site: পুরনো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সকলের ব্যবহারের জন্য রাখা হয়।


🔖E-Commerce site: পণ্য বেচাকেনা জন্য তৈরি করা হয়।


🔖News site: এসব সাইটে বিভিন্ন ধরনের News পাওয়া যায়।


🔖Blog site: বিভিন্ন ব্লগ সাইটে বিভিন্ন নিশ ভিত্তিক Content পাওয়া যায়।


🔖Download site: বিভিন্ন ধরনের File, Software ইত্যাদি Download করা যায়।


🔖Portfolio site: নিজের সম্পর্কে বিভিন্ন Information থাকে যাতে করে সাইটের Visitor যার Portfolio তার সম্পর্কে জানতে পারে।


📌এমন আরও অনেক ধরনের সাইট ইন্টারনেট দুনিয়ায় আছে।





No comments:

Post a Comment

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...