ব্লগ কি? ব্লগার কি? ব্লগিং কি? ব্লগ কয় ধরনের?
🌲ব্লগ কি?
ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত ডায়েরি💻। ব্লগ শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। এটি এমন একটা ডাইরি যেখানে আপনি আপনার মন মত যা খুশি লিখতে পারবেন📝। কেবল এতটুকু খেয়াল রাখতে হবে আপনি যা লিখছেন সেটা যাতে সঠিক পুরো পরিষ্কার ভাবে লেখা হয়।
📌কারণ, আপনার Personal Diary কেউ দেখতে পায়না, কিন্তু ডাইরির মতোই এই ব্লগ যেখানে অনেক কিছু লিখবেন সেটা অনেকেই আজ না হয় কাল পড়বে।আর, আপনার লেখা Article যদি কারো ভালো না লাগে, তাহলে আপনি কখনোই ব্লগিং এ Success হতে পারবেন না।
📌ব্লগের মাধ্যমে নতুন নতুন ওয়েব পেজ তৈরি করে, তার মধ্যে নতুন নতুন Information Post করে অন্য ব্যক্তিদের সামনে উপস্থাপন বা পাবলিশ করা হয়। ব্লগের মধ্যে অনেক ধরনের Tools থাকে। কোন আর্টিকেল কে দর্শকদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এসব Tools ব্যবহার করা হয়।
✒️যিনি ব্লগে পোস্ট করে তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে Content যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সম্প্রতিককালে ব্লগ ফ্রীল্যান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠেছে।
✔️১৯৯৭ এর ১৭ ডিসেম্বর "জন বার্গার" নামক এক ব্যক্তি সর্বপ্রথম "Weblog" শব্দটির উদ্ভাবন করেন। পরবর্তীতে "পিটার মেরহোলজ" তার নিজস্ব ব্লগ পিটার্ম ডট কমে কৌতুক করে weblog শব্দটিকে ভাগ করে Blog বলে সম্বোধন করেন ১৯৯৯ এর April বা March এর দিকে।
✔️তারপর থেকে ব্লগ শব্দটির ব্যবহার বাড়তে থাকে। ইভান উইলিয়ামস নামের এক ব্যক্তি ব্লগ শব্দটিকে যথাক্রমে বিশেষ্য ও ক্রিয়াপদ দুভাবেই কাজে লাগান। তিনি "ব্লগার" কথাটির উদ্ভাবন করেন।
✔️ব্লগিং এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর চাহিদা বাড়তে থাকে। এতে যোগ হয় বিভিন্ন রকম প্রযুক্তি।
শুরুটা ধীর গতির হলেও ব্লগিং দ্রুত জনপ্রিয়তা পায়। ১৯৯৯ থেকে ব্লগিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তা এখনও রয়েছে।
✔️১৯৯৮ সালের অক্টোবরে 'ব্রুস এবলসন' নামের এক ব্যক্তি "Open Diary" নামক একটি ব্লগ খোলেন এবং রাতারাতি তার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হাজার হাজার ব্লগার তার ব্লগের সাথে যুক্ত হয় এবং এটি সর্বপ্রথম ব্লগ কমিউনিটি যেখানে, অন্যান্য ব্লগারদের লেখায় মন্তব্য করার সুযোগ দেয়া হয়।
✔️এছাড়া Evan Williams এবং Mag Hourihan যারা Pyra Labs এ কাজ করতো, ১৯৯৯ সালে তারা নিজস্ব ব্লগ সাইট Blogger.Com চালু করেন। যা ২০০৩ এর February তে Google কিনে নেয়।
🌲ব্লগার কি?
যে ব্যক্তি ব্লগ করেন বা ব্লগ লিখেন তাকে ব্লগার বলা হয়। শুধু ব্লগ লিখলেই একজন ব্লগার হওয়া যায় তাই কিন্তু নয়। ব্লগের লেখক অনেক সময় ভাড়া করা হয়, সে ক্ষেত্রে তিনি শুধুমাত্র একজন ব্লগ লেখক বা লেখিকা।
প্রকৃতপক্ষে ব্লগার তিনি, যিনি অন্যদের সাহায্য করার জন্য নিজস্ব একটি ব্লগ বানিয়ে, সেটিতে বিভিন্ন Content লেখা Customize করা Google এ প্রকাশ করা, Design করা, Topic নির্বাচন করা এই সমস্ত কাজ করে থাকেন।
🌲ব্লগিং কি?
ব্লগার তার নিজস্ব ব্লগে যে সমস্ত কাজ গুলি করেন সেগুলিকে ব্লগিং বলা হয়।
যেমন: কোন পোস্ট লেখা, ব্লগটি সুন্দর করে ডিজাইন করা, অন্য পোস্টের লিংক যোগ করা ইত্যাদি কাজগুলি কে একসাথে ব্লগিং বলা হয়।
ব্লগ দুই ধরনের হয়
👉ব্যক্তিগত ব্লগ।
👉প্রফেশনাল ব্লগ।
🌲ব্যক্তিগত ব্লগ: এই ধরনের ব্লগ নিজের শখ পূরণের জন্য তৈরি করা হয়। যেখানে কোন ব্যক্তি তার নিজস্ব মতামত, নিজস্ব রুটিন, নিজস্ব পছন্দ এই সমস্ত বিষয় তার ব্লগে লিখে থাকেন।
ব্যক্তিগত বা Personal Blogging কোন লক্ষ্য ছাড়া তৈরি করা হয়। এটি শুধুমাত্র কোন ব্লগার, তার সময় কাটানোর জন্য ব্যবহার করেন। মানে, তার ব্লগটি কত বড় করতে হবে, কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, কেমন ব্যবহারকারীর জন্য তৈরি করতে হবে এই সব বিষয়ে ভাবনা চিন্তা থাকে না।
🌲প্রফেশনাল ব্লগ: এই ধরনের ব্লগ ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়। যার মাধ্যমে ব্লগের মালিক তার সংসার চালানোর পাশাপাশি ব্লগের সাহায্যে তার সমস্ত শখ পূরণ করতে পারে। প্রফেশনাল ব্লগিং কে কোন ব্লগার, ব্যবসার মতো মনে করে। যেখানে এটি তার নিত্যদিনের কাজ হিসাবে পরিচয় পায়। এই ধরনের ব্লগ নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়।
No comments:
Post a Comment