♦️🔷ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি এবং কেন প্রয়োজন?
বর্তমান যুগ ইন্টারনেটের💻 যুগ। এখন মানুষ ঘরে বসে Online এ কেনাকাটা থেকে শুরু করে, Online এ ইনকাম করা সবটাই Digital Marketing এর ওপর নির্ভরশীল।
বর্তমান 🕓সময়ে Digital Marketing একটি অপরিহার্য অংশ। কারণ, মানুষ এখন যে কোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ঐ পণ্য সম্পর্কে সার্চ করে ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন Market এ ঘুরে ঘুরে না কিনে, Online থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে।
তাই একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে Digital Marketing এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
✨✨বর্তমান যুগে Digital Marketing এর প্রয়োজনীয়তা
বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে। মানুষ যত বেশি Internet ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার Product এর মার্কেটিং করতে পারবেন।
আর আধুনিক বিশ্বে🌎 নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে Digital Marketing শেখার কোন বিকল্প নেই।
বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল📱 ফোন ব্যবহার করে। আর এই সংখ্যা খুবই দ্রুত গতিতে বেড়ে চলেছে। অনেক মানুষ আছে যারা একসাথে কয়েকটি মোবাইল ব্যবহার করে। তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য।
📌আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার Information Collection এর অন্যতম মাধ্যম।। কারণ, প্রায় সকল মোবাইল ব্যবহারকারী Internet ব্যবহার করে। তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে Digital Marketing এর প্রয়োজনীয়তা ও বাড়বে।
আপনি জেনে অবাক হবেন, একটা স্ট্যাটিসটিক্সের মাধ্যমে। 📇User Serve এ রিপোর্ট উল্লেখ করেছে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্য।
এছাড়া আরো একটি📇 Serve এ Result দেখিয়েছে, সারা বিশ্বে ৫৫% মানুষ যে কোন পণ্য ক্রয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীল।
📍মানে হচ্ছে, তারা Social Media থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে Information এবং Review জানতে পারে। আর ক্রেতা যার Presentation ও Product পছন্দ করবে তার থেকে Online এর মাধ্যমেই ক্রয় করে ফেলে।
✅৪৩% ই - কমার্স ক্রেতা Google এ Search করে তাদের পছন্দের ই - কমার্স Website এ আসে। বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা Online থেকে Mobile এর মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটি ও দিন দিন বেড়েই চলেছে।
✅৭০% ক্রেতা যেকোনো Product কেনার আগে সেই Product সম্পর্কে Internet এ Search করে যাচাই-বাছাই করেন। আর Product পছন্দ হলে ঘরে বসেই Online এ Order করে ফেলেন।
✅৮২% ক্রেতা ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের Live Chat এর মাধ্যমে কথা বলতে চান।
আপনি হয়তো এখন কিছুটা হলেও বুঝতে পারছেন, ক্রেতারা কিভাবে Online এ তাদের কেনাকাটা সম্পন্ন করেন।
তাই আপনি যদি Digital Market এ টিকে থাকতে চান, তাহলে আপনার এখনি Digital Marketing নিয়ে ভাবা উচিত।
📌কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বসে নেই, সে তার Business কে Digital Marketing এর মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছে।
যেমন: Coca - Cola, Unilever, Nestle এর মতো বড় বড় Company গুলো ও কিন্তু বেশ তোড় জোড়ের সাথে বর্তমানে Digital World 🌎 এ নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে।
তাই বর্তমানে নিজের ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে Digital Marketing এর গুরুত্ব ও ভূমিকা অপরিসীম।
No comments:
Post a Comment