Saturday, February 26, 2022

অনলাইন ইনকাম

 অনলাইন ইনকাম


বর্তমান ইন্টারনেটের যুগে মানুষ ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইন্টারনেটের উপর নির্ভরশীল। মানুষের এই ইন্টারনেট নির্ভর মানসিকতা অনলাইন ইনকামের অনেক দ্বার খুলে দিয়েছে। বর্তমানে বাংলাদেশের লাখ লাখ মানুষ online income এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।।


মানুষ খুব সহজেই ভালো একটা পরিমাণ এর অর্থ অনলাইন থেকে আয় করছে। দেশের লাখ লাখ মানুষ এখন online income এর উপরে নির্ভরশীল। চাইলেই খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে ইনকাম করা যায়।


অনলাইনে টাকা ইনকাম করার বিষয়টি আজ থেকে ১০ বছর আগে যতটা কঠিন ছিল, এখন তার থেকে অনেক সহজ। Digital Bangladesh এর দিকে এগিয়ে যাওয়া আমাদের এই প্রিয় বাংলাদেশে বিভিন্ন সমস্যার কারণে আজ থেকে ১০ বছর আগেও online income করার বিষয়টি কেও ভাবতেও পারত না।


কিন্তু সেই স্বপ্ন আজকে সত্যি প্রমাণিত হচ্ছে। online থেকে বর্তমানে মানুষ শুধু online এ income না, শুধুমাত্র এই ইনকাম দিয়ে স্বচ্ছলতা আসছে অনেক পরিবারে।


আধুনিক বিশ্বে এখন অফিস-আদালত, শিক্ষা- প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই বেশিরভাগ কাজ online এ হচ্ছে। আগে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে নিজে এসে বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম নিতে হতো। 


কিন্তু এখন দেশের যে কোন প্রান্ত থেকেই online এ ভর্তি ফর্ম পূরণ করতে পারে। চাকরির আবেদনের ক্ষেত্রেও একই। এসব বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ online এ সম্পাদনের জন্য online এ বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আর এই কাজ করার জন্য শুধু একটি digital device এর প্রয়োজন।


কিন্তু শুরুতেই online থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় না। অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল হতে হবে এবং নির্দিষ্ট একটি কাজে পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে অনলাইন থেকে প্রতিমাসে অনেক বড় পরিমাণ এর অর্থ ইনকাম করতে পারবেন।


Online থেকে কিভাবে income করবেন?


বাংলাদেশ online income এর বিষয়টি আমাদের নতুন সমাজের কাছে নতুন একটি বিষয় হলেও কিন্তু সারা পৃথিবীতে শুরু হয়েছে অনেক আগে থেকে। আর ঘরে বসে স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার গড়ার এ সুযোগ খুব কম পেশায় পাওয়া যায়।


তাছাড়াও online income এর জন্য বিশেষ কিছুই প্রয়োজন হয় না। আপনি আপনার মেধা কাজে লাগিয়ে কোন কাজে দক্ষ হয়ে সেটা থেকে খুব সহজেই নিয়মিত ইনকাম করতে পারেন।


আপনি ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, গৃহিণী, চাকরিজীবী যাই হোন না কেন, আপনি এই online sector থেকে আয় করতে পারবেন। আপনি একজন ছাত্র বা ছাত্রী হয়ে আপনার পড়ালেখার খরচ যদি আপনি নিজেই জোগাড় করতে পারেন তাহলে কি সেটা মন্দ হবে?


প্রতিদিন আমরা Facebook, YouTube, Twitter ইত্যাদিতে অনেক সময় ব্যয় করি। কিন্তু আমরা চাইলে এই সময়গুলো শুধু news feed ঘুরে আর chatting করে নষ্ট না করে এখান (social media) থেকেও আয় করতে পারি।


আর আপনি যখন নিজের খরচ নিজেই জোগাড় করবেন, তখন দেখবেন আপনার নিজের ভেতর অন্যরকম একটা সন্তুষ্টি কাজ করছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।


Online income শুরু করতে কিছু লাগেনা। শুধু একটি digital device, internet connection আর কাজ করার ইচ্ছা থাকলেই হয়।


বর্তমানে online এ income করার অসংখ্য মাধ্যম আছে। এর মধ্যে সেরা কয়েকটি মাধ্যম হলো:-

  • ফ্রিল্যান্সিং করে

  • ব্লগিং করে

  • ইউটিউবিং করে

  • ওয়েবসাইট বানিয়ে

  • এফিলিয়েট মার্কেটিং করে

  • গ্রাফিক্স ডিজাইন করে

  • প্রোগ্রামিং করে 

  • ফেসবুক থেকে আয় ( Facebook page / Facebook group)

  • ই-কমার্স ওয়েবসাইট দ্বারা ইন্টারনেট থেকে আয়।

  • ড্রপ শিপিং এর মাধ্যমে

  • ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আরো অনেক মাধ্যম আছে।

 

শেষ কথা

Online income বর্তমানে বহুল প্রচলিত একটি বিষয় যা ঘরে বসে ইনকাম এবং নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। হাজার হাজার বেকার যুবক এখান বসে না থেকে এই online কে বেছে নিয়েছে।

আমাদের দেশের freelancer থেকে শুরু করে অনেক মানুষই বর্তমানে online income এর সাথে জড়িত। বাংলাদেশের online income সাইট গুলোর মধ্যে অনেক ভালো সাইট রয়েছে যেগুলো আজকাল বেশ ভালো করছে।




No comments:

Post a Comment

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...