Wednesday, February 23, 2022

এম এস ওয়ার্ড কি?

 🌀🌀MS Word কি?


Microsoft Word কে সংক্ষেপে MS Word বলে। Microsoft Word হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যার সাহায্যে কম্পোজ টাইপ, ড্রইং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটখাট ডিজাইন করা, চিঠিপত্র, দলিল, প্রশ্ন টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিশিয়াল কাজ সহ যাবতীয় কাজ করা যায়।


মার্কিন যুক্তরাষ্ট্রের Microsoft corporation🏢 এই software তৈরি করেছে। তাই একে Microsoft Word বা MS Word বলে।


🖥️MS Word দিয়ে কি কি করা যায়।


MS Word দিয়ে যেসব কাজ করা যায়:-


  • যেকোনো ধরনের document📑 বা text লেখা যায়।

  • দলিল🗞️, প্রশ্নপত্র টাইপ ও প্রিন্ট করা যায়।

  • বিভিন্ন project file তৈরি করা যায়।

  • চিঠিপত্র✉️ টাইপ করা ও প্রিন্ট করা যায়।

  • Personal note🗒️ তৈরি করা যায়।

  • ড্রইং🖌️, টেবিল ও ডায়াগ্রাম তৈরি করা যায়।

  • অল্প ডিজাইন করা যায় ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা যায়।


🖥️Microsoft Word এর basic ধারণা:-


Start menu থেকে microsoft word ফাইল🗂️ ওপেন করলে default একটা সাদা পেজ সামনে আসবে। এই পেইজে একটি দাগ জ্বলছে, নিভছে। একে কার্সর বলে। এই কার্সর যেখানে থাকে keyboard⌨️ দিয়ে কোন কিছু লিখতে চাইলে সেখান থেকে শুরু হবে।


⬇️নিচের লাইনে যাওয়া:-


MS Word এ লিখার সময় কার্সর ডানে যাবে। লিখতে লিখতে লাইন fill-up হয়ে গেলে automatically নিচের লাইনে চলে যাবে। আর এভাবে লেখাকে প্যারা📋 করে লেখা বলে। কিন্তু একটু লিখেই পরের লাইনে যাওয়ার প্রয়োজন হলে keyboard⌨️ এর enter key তে press করতে হবে।


📝লেখার মাঝে টাইপ করা:-


লেখার মাঝে টাইপ করতে হলে যেখানে লিখতে চান সেখানে প্রথমে কার্সর নিতে হবে। কার্সর নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। Keyboard⌨️ বা mouse🖱️ দিয়ে নেওয়া যায়। যেখানে কার্সর নিতে চান mouse সেখানে নিয়ে left◀️ click করলে কার্সর সেখানে চলে যাবে। আর keyboard দিয়ে কার্সর নিতে চাইলে keyboard এর arrow key ব্যবহার করতে হবে।


🪠লেখা delete করা:-


MS Word এর কোন document ভুল বা delete করার প্রয়োজন হলে তিনটি পদ্ধতিতে delete করা যায়।

  • Backspace key: লেখার শেষে delete করতে অর্থাৎ কার্সরের বামদিক থেকে লেখা মোছার জন্য এই key use করা হয়। আবার যতটুকু লিখা delete করতে চান তা select করে backspace key press করলেই লিখা delete হয়ে যাবে।


  • Delete key: delete key press করলে কার্সরের ডানদিক থেকে লেখা delete হবে।


  • Insert key: এই key press করলে ওভার মোড চালু হয়। এ সময় document এ কোন লিখা লিখলে কার্সরের স্থানে লিখা হয়। আর এর ডানে কোন লেখা থাকলে delete হয়ে যাবে। যেকোনো ফর্ম পূরণ করার সময় কোন লেখা delete করে নতুন লেখা টাইপ করার জন্য এটি ব্যবহার করা হয়। এই mode চালু থাকলে document এর status bar এর OVR অংশটি bright হয়ে থাকে। 


🧹Delete করা অংশ ফিরিয়ে আনা:-


ভুলবশত লিখার কোন অংশ delete বা কেটে যায় তাহলে তা ফেরত আনতে keyboard এর shortcut key ctrl+z বা edit>undo তে click করলে আগের অংশ চলে আসবে।


🖍️লেখা select করা বা colour করা:-


Microsoft Word এ কোন লেখাকে colour করতে চাইলে যে অংশ colour করতে চান সেই অংশ select করে তারপর colour করতে হবে। Mouse এবং keyboard দুটো দিয়েই select করা যায়।

Keyboard দিয়ে select করতে shift key চেপে ধরে arrow key press করতে থাকলে তা select হতে থাকবে। document এর পুরো লেখা select করতে চাইলে ctrl+a তে press করতে হবে। আবার select করা লেখা বাতিল করতে mouse দিয়ে document এর যেকোনো জায়গায় click করলে বা keyboard এর arrow key press করলেই হবে।


🧰Toolbar এর কাজ:-


Shortcut এ কাজ করার পদ্ধতি হলো toolbar। এর সাহায্যে কোন command apply করতে হলে তার একটি icon এর উপর click করতে হয়। Microsoft Word এ বিভিন্ন ধরনের toolbar🛠️ আছে।




No comments:

Post a Comment

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...