Sunday, February 13, 2022

এফিলিয়েট মার্কেটিং কি?

 💢💢 এফিলিয়েট মার্কেটিং কি? (What is Affiliate Marketing)


Affiliate marketing হচ্ছে, অন্য প্রতিষ্ঠানের product, কিংবা service কমিশনের বিনিময়ে প্রমোট ও বিক্রির প্রক্রিয়া কে affiliate marketing বলা হয়। সহজ ভাষায়, অন্যের পণ্য বা সেবা বিক্রির ব্যবস্থা করে কমিশন আয় করাকে বলা হয় affiliate marketing। যেমন: Amazon affiliate marketing program, যার জনপ্রিয়তা সব সময় আকাশচুম্বী।


✔️✔️Affiliate marketing কিভাবে কাজ করে-


এফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে একজন👤 সেলার অথবা প্রোডাক্টের উৎপাদনকারী প্রথমে একটি affiliate program তৈরি করে। এরপর সে তাঁর প্রোডাক্ট প্রমোট করার উদ্দেশ্যে এফিলিয়েট মার্কেটার কে ইউনিক লিংক প্রদান করে। ইউনিক লিংক ব্যবহার করে প্রতি এফিলিয়েট মার্কেটার থেকে আসা সেলকে খুব সহজেই গণনা করা যায়। এফিলিয়েট লিংক ব্যবহার করে যখন কোনো ক্রেতা কোন product ক্রয় করেন, তখন browser এ কুকি'র মাধ্যমে ডাটা সংরক্ষিত হয়। এই কুকি সেলারকে affiliate sell সম্পর্কে জানিয়ে দেয়। কুকি থেকে প্রাপ্ত ডাটা অনুসারে affiliate marketer এর প্রাপ্ত কমিশন💰💸 এফিলিয়েট মার্কেটার কে বুঝিয়ে দেয় সেলার / উৎপাদনকারী।


Affiliate marketing এর ক্ষেত্রে তিন বা চারজন প্রধান পক্ষ থাকে। যারা হল:👇


👉Affiliate: যে ব্যক্তি প্রোডাক্ট প্রমোট করছেন। অর্থাৎ, কমিশনের উদ্দেশ্য পণ্য সম্পর্কে মানুষজনকে জানাচ্ছেন।


👉Seller: যে ব্যক্তি প্রোডাক্ট তৈরি বা বিক্রি করছেন।


👉Network: এফিলিয়েট সম্পর্কিত তথ্যসমূহ যে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে।


👉Consumer: যারা প্রোডাক্ট ক্রয় করেন।


👥Affiliate marketer-


Affiliate বা publisher হলো সে ব্যক্তি👤 যে সেলারের কোন product কমিশন পাওয়ার উদ্দেশ্যে প্রমোট করে থাকে। একজন অ্যাফিলিয়েট social media post, blog, video ও বিভিন্ন ধরনের content এর মাধ্যমে একজন সেলারের product এর প্রমোশন চালিয়ে থাকে।


👥Seller:

 

সেলার হলো মূলত affiliate program এর host। তারা / তিনি কোন সময় একাধিক ব্যক্তিবর্গ থেকে শুধুমাত্র একজন ব্যক্তি ও হয়ে থাকে। মূলত নিজের তৈরি বা নিজের প্রতিষ্ঠান তৈরি product প্রমোশনের লক্ষেই এফিলিয়েট কার্যক্রম পরিচালনা করে থাকে এই সেলার।


📡Affiliate marketing network:


যদিও বা নেটওয়ার্ক এফিলিয়েট মার্কেটিংয়ের জরুরি উপাদান না, তবুও এটা affiliate marketing এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেলারগণ মূলত বিভিন্ন এফিলিয়েট নেটওয়ার্ক ব্যবহার করে তাদের এফিলিয়েট প্রোগ্রাম ম্যানেজ করে থাকে। মূলত seller ও affiliate এর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয়াই network এর কাজ।


👥Consumer:


 এফিলিয়েট লিংক ব্যবহার করে যারা প্রোডাক্ট ক্রয় করে, তারা হলো consumer। মূলত একজন কনজ্যুমার এর ক্রয়কৃত প্রোডাক্টের লাভের একটি অংশ কমিশন হিসেবে পাচ্ছে একজন এফিলিয়েট।


💸Affiliate marketing করে কিভাবে আয় করা যায়?


একজন consumer যখন affiliate লিংক ব্যবহার করে কোন প্রোডাক্ট ক্রয় করেন তখন একজন এফিলিয়েট কি হিসেবে আয় করেন- এটি একটি বহুল আলোচিত বিষয়। একজন কনজ্যুমারের ফর্ম সাবমিশন, ক্লিক, পারচেজ ইত্যাদি অ্যাক্টিভিটি থেকে একজন অ্যাফিলিয়েট আয় করতে পারে।✌️ যেমন-


💰পার সেল: এটি এফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় মডেল। এই পেমেন্ট মডেলে একজন এফিলিয়েট দ্বারা হওয়া সেলের উপর ভিত্তি করে কমিশন দেওয়া হয়।


💰পার ক্লিক: এই পেমেন্ট মডেলের ক্ষেত্রে কমিশন পেতে হলে সেল হতে হয় না। বরং কোন consumer এফিলিয়েট লিংকে click করলেই এফিলিয়েট কে কমিশন দেওয়া হয়।


💰পার লিড: একজন affiliate marketer দ্বারা জেনারেট করা প্রতি লিড এর জন্য payment করা হয় এই মডেলে।





No comments:

Post a Comment

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...