Saturday, January 29, 2022

মার্কেটিং কত প্রকার?

 ✒️মার্কেটিং কত প্রকার ও কি কি? (Types of marketing)


মার্কেটিং এর প্রকার মূলত দুইটি।


👉B2B - Business to business

👉B2C -Business to consumer


📝 Business to business marketing


Business to business marketing কে B - to - B Marketing ও বলা হয়।


এটি মার্কেটিং এর এমন একটি প্রক্রিয়া যেখানে, ব্যবসায়ীদের মাঝখানে লেনদেন (Transactions) করা হয়।


🔷For Example,


ধরুন, আপনি একটি manufacture company এবং আপনি আপনার ব্যবসার মার্কেটিং করছেন একজন whole saler এর কাছে। 

বা একটি whole saler business এর সাথে লেনদেন বা প্রমোশন ঘটিত হচ্ছে একটি retail business এর মধ্যে।


মনে রাখবেন, এই ক্ষেত্রে একটি ব্যবসা কিন্তু সাধারণ গ্রাহকের কাছে কোন রকমের লেনদেন, প্রচার বা মার্কেটিং করছেনা।


এভাবে একটি business অন্য একটি business এর সাথে বা কাছে করা মার্কেটিং এর প্রক্রিয়াটিকে বলা হয় business to business marketing।


📝 Business to consumer marketing


Business to consumer (B2C) হলো এমন একটি মার্কেটিং কৌশল, যেখানে জনসাধারণের কাছে (Individual people) গিয়ে ব্যবসার প্রচার করা হয়।


এই ক্ষেত্রে online এবং offline এ বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে মার্কেটিং করা হয়।


B2C র ক্ষেত্রে, আমরা সরাসরি consumer বা গ্রাহকদের টার্গেট করে promotion বা advertising বা অন্যান্য marketing এর কৌশল গুলো apply করি।


♦️For Example,


ধরুন, আপনি কলমের মার্কেটিং করতে চাচ্ছেন। আপনি কলমটি নিয়ে সাধারণ লোকদের মধ্যে গিয়ে promotion বা advertising করেন। 

তাহলে সেটাকে B2C বা Business to consumer marketing বলা হয়।


No comments:

Post a Comment

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...