Wednesday, May 25, 2022

Facebook Ads Campaign কি?

 Facebook Ads Campaign কি?


Facebook Ads Campaign হচ্ছে অর্থের বিনিময়ে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করা। Facebook ads campaign ফেসবুকের একটি পেইড ভার্সন। এখানে বিজ্ঞাপন দিতে হলে ডলার বা টাকা ব্যয় করতে হয়। Facebook ads campaign এ বিজ্ঞাপন প্রচার করতে হলে আপনার পেপাল পাইনিয়র কার্ড বা মাস্টার কার্ড থাকতে হবে। এক কথায় online এ যার মাধ্যমে বিজ্ঞাপনের ব্যয় নির্বাহ করতে পারবেন এমন কার্ড থাকতে হবে। অনলাইনে ব্যবসা বা পণ্যের প্রচার করতে হলে বিজ্ঞাপন দিতে হয়। আর এই বিজ্ঞাপন দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে facebook ads campaign। Facebook ads campaign এর মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস বা পণ্যের তথ্য লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তাই facebook ads campaign সবার কাছে একটি জনপ্রিয়মাধ্যম। 


Online business পরিচালনা করতে চাইলে Facebook ads campaign করা উচিৎ। ব্যবসার awareness বাড়াতে চাইলে ads campaign করতে হবে। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার প্রোডাক্টের সেল জেনারেট করতে চান তাহলে Facebook ads campaign করতে হবে। Online business এর জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে লাখ লাখ জনগণের কাছে আপনার service বা product পৌঁছাতে পারে। যদি website থাকে তাহলে website এ ট্রাফিক বৃদ্ধি করতে হলে Facebook ads camping করতে হবে। মোটকথা Facebook ads campaign এর মাধ্যমে প্রোডাক্ট সেল জেনারেট করতে পারবেন, website এ ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন, পেইজের লাইক বৃদ্ধি করতে পারবেন, ভিডিওতে view বাড়াতে পারবেন। এছাড়াও awareness, consideration ও conversation এই তিন ক্যাটাগরিতে প্রায় দশ রকমের কাজে Facebook ads campaign করে অসংখ্য ভিজিটরের কাছে আপনার সার্ভিস বা সেবা পৌঁছে দিতে পারবেন।

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...