Wednesday, August 17, 2022

Fiverr কি? এবং Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?

 Fiverr কি? এবং Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?


ফাইভার কি? (What is Fiverr)


Fiverr হলো এমন একটি online marketplace যেখান থেকে বিভিন্ন রকমের freelance service প্রদান করা হয়। আবার fiverr কে website ও বলা যায়। যেখান থেকে ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন ধরনের কাজ বা ক্লায়েন্ট খুঁজতে পারে। এছাড়া একজন customer বিভিন্ন রকমের কাজ করানোর জন্য fiverr platform করতে পারে। এক কথায় এখানে বিভিন্ন ধরনের কাজ বেচা-কেনা করা হয়।


অর্থাৎ, Fiverr হলো এমন একটি online marketplace, এখানে একজন ব্যক্তি তার knowledge, experience এবং skill এর মাধ্যমে অনলাইনে কাজ খুঁজে পেতে পারে। এবং fiverr এর মাধ্যমে পাওয়া কাজ নিজের ঘরে বসেই করে তার বিনিময়ে টাকা আয় করা যায়।


এক কথায় বললে, fiverr হলো এমন একটি online marketplace যেখানে বিভিন্ন রকমের freelance service প্রদান করা হয়।


এখানে যেহেতু বিভিন্ন service বা work বেচা-কেনা করা হয় তাই, fiverr marketplace ব্যবহার করার জন্য আপনাকে হয়তো freelancer হতে হবে গ্রাহকদের দেওয়া বিভিন্ন কাজগুলো করে টাকা আয় করবেন আর না হয় consumer হতে হবে নিজের প্রয়োজনীয় কাজগুলো করানোর উদ্দেশ্যে এখানে আসবেন।


এই ধরনের online marketplace গুলোতে, programing & development, design & art, web designing, writing, sales & marketing, business, video editing, logo design ইত্যাদি বিভিন্ন ধরনের কাজগুলো বেচা-কেনা করা হয়।


এখন নিশ্চয় বুঝতে পেরেছেন fiverr marketplace কি


এছাড়া ইন্টারনেটে fiverr marketplace এর মতো আরো অনেক online marketplace আছে। আর সবগুলো marketplace fiverr এর মতো একই রকম কাজ করে। যেমন:-

  1. Freelancer.com

  2. Upwork.com

  3. Guru.com

এছাড়াও আরো অনেক marketplace রয়েছে। যেখানে Fiverr এর নিয়মে কাজ করা হয়।


Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?


Fiverr এ কি কি কাজ পাওয়া যায় তার উওর দেওয়া অনেক কঠিন। কারণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে করানোর জন্য। আবার হাজার হাজার ফ্রিল্যান্সার আসে কাজ করে দেওয়ার জন্য। Fiverr এ আপনি যে কোন কাজ করতে পারবেন যদি সেই বিষয় বা কাজে দক্ষ হন। Skill ছাড়া fiverr এ বেশিদিন টিকে থাকতে পারবেন না। কারণ প্রতিদিন হাজার হাজার স্কিলেবল ফ্রিল্যান্সার fiverr এ আসছে, তাই আগে একটি বিষয়ে দক্ষ হতে হবে। তবে fiverr এ যে কাজগুলো বেশি পাওয়া যায় সেগুলো হলো:


  • Logo Design

  • Web Design

  • Content Writing

  • Video Editing

  • Digital Marketing

  • SEO

  • WordPress Website Optimization

  • Graphic Design

  • Website Creation

  • Apps Development etc.


এসকল কাজ ছাড়াও আরো নানা ধরনের কাজ fiverr marketplace এ পাওয়া যায় যেগুলো একটু রিসার্চ করলেই খুঁজে পাবেন।

যদি আপনার main category তে graphic design রাখেন তাহলে এই graphic design এর আন্ডারে অনেক sub category রয়েছে, যেমন: logo design, background remove, clipping path ইত্যাদি। প্রথমে একটি সাব ক্যাটাগরি শিখে পরে মেন্ ক্যাটাগরির দিকে আগাতে পারেন।


আজকে ফাইভার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নিলাম। পরবর্তীতে ফাইভার সম্পর্কে আরো বিষয় জানবো।




মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...