Tuesday, October 25, 2022

উপদেশ মূলক গল্প (গাধা এবং কৃষকের গল্প)

 ***উপদেশ মূলক ছোট গল্প***

একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ার 🕳️ মধ্যে পড়ে গেল। 🐴গাধাটা করুন সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো। 🤔কৃষক ভাবলেন যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মধ্যেই কবর দিয়ে ফেললে ঝামেলা মিটে যায়। কাজেই কৃষক শাবল দিয়ে গাধার উপর মাটি ফেলতে লাগলো। 😭 ঘটনা আঁচ করতে পেরে প্রথমে গাধা চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। 🙄কৃষক এই নীরবতার কারণ উদঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেল। প্রতিবার যেই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে এক ধাপ এক ধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে। এটা দেখে কৃষক আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা কুয়া থেকে বের হয়ে আসলো।💪
🗣️উপদেশ: জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক।👍
আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠে আসা। প্রতিটি সমস্যায় আসলে সমাধানের একটি করে ধাপ। যদি আপনি তা কাজে লাগানোর মত ইতিবাচক হয়ে থাকেন, যে কোন সুগভীর কুয়া থেকেই মুক্তি লাভ সম্ভব। যদি না আপনি হাল ছেড়ে দেন।😊⛅



মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...