একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গী। কিন্তু হটাৎ করে এক সময়ে তার এই বিলাস বহুল জীবন কোনো এক ঘটনা চক্রে ভেঙে চুরমার হয়ে যায়, এবং সমস্ত বিষয় সম্পত্তি ব্যবসা সব কিছু হারিয়ে যায়। যা কিছু এতদিন ধরে উপার্জন করেছিল সব কিছুর সমাপ্তি ঘটে। এমন অবস্থায় সে মনের দিক দিক থেকে একেবারে বিষাদ গ্রস্থ হয়ে পড়ে, আর মনে মনে ঠিক করে ফেলে এ জীবন আর রেখে লাভ কি, মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে।
একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক উঁচু পাহাড়ের উপরে ওঠে এবং সেখান থেকে সে জীবন দিয়ে মুক্তি পাবে বলে প্রস্তুত হয়ে পড়ে, আর তার এই ঘটনা কোনো এক মহান ব্যাক্তি লক্ষ্য করেন, আর তাকে জিজ্ঞাসা করেন আপনি কেনো এই পথ বেছে নিলেন, তখন ঐ ব্যাক্তি তার জীবনের সব ঘটনা বলেন। একটা সময় ছিলো যখন আমি অনেক প্রভাবশালী আর অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু এখন আমার কাছে তার আর কিছুই নেই, জীবন শূন্য হয়ে গেছে, আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে তাই আমার আর এই জীবনের ভার বহন করার ক্ষমতা নেই, আর আমি তাই এই পথ বেছে নিয়েছি।
ঐ মহান ব্যাক্তি তার সব কথা শোনার পর তাকে বললেন, তুমি কেবল তোমার অর্থ সম্পত্তিকে হারিয়েছ তোমার জীবন এখনো তুমি হারাওনি, অর্থ রোজকার করার দক্ষতা সেদিনও তোমার কাছে ছিলো আর আজও আছে। সময় কখনো এক রকম থাকেনা কাল সহজ ছিলো আজ কঠিন, আর বিশ্বাস রাখো নিজের উপর তুমি চাইলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে, তোমার জীবন আবার সহজ হয়ে উঠবে। বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড়ো হাতিয়ার, আর নিজের উপর আস্থা সকল সমস্যার অবসান ঘটাতে পারে, মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য, সমস্যা মানুষকে আরও কঠিন ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সাহায্য করে। তাই নিজের উপর এক বুক বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ভিড়ে, যেখানে তুমি সব হারিয়ে এসেছো সেখান থেকেই আবার নতুন করে শুরু করো, আর নিজের পরিশ্রম এর সব টুকু উজাড় করে দাও, তুমি আবার পারবে কারণ তুমি হেরেছ যতটুকু তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছ, আর অভিজ্ঞ ব্যাক্তির কাছে কোনো কাজই কঠিন নয়।
ঐ মহান ব্যাক্তির কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটা আবার নতুন করে বাঁচার, স্বপ্ন দেখার ও তার বানিজ্য শুরু করার সুযোগ এবং সাহস পেলো, আর মনে মনে ভাবলো ঠিকই তো আমি তো কেবল আমার ধন সম্পত্তি হারিয়েছি, নিজেকে তো হারাইনি, আর হারানোর পেছুনে যেটুকু সময় ব্যয় হোয়েছে তার বেশি সময় এখনো আমার সামনে অপেক্ষা করছে। আর সে আরোও ভাবলো আমার সকল অর্থ ও টাকা আমার দ্বারা হয়েছিলো, টাকা ও অর্থের জন্য আমি হইনি, অর্থ আমার পরিচয় নয় আমার পরিচয় আমি নিজেই। সে নতুন করে আবার সবকিছু শুরু করলো নিজের পরিশ্রম ও মনোবল তাকে আবার ধনবান ব্যাক্তি করে তুললো।
এই কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয় সময় ও পরিস্থিতি যতোই খারাপ হোক না কেন, কোন এক সময় তা ঠিকই বদলাবে, যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে তাহলে ঐ সময়ই হলো নিজেকে চিনে নেয়ার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেয়ার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হতে হবে।