Friday, February 18, 2022

আমরা কেন ব্যর্থ হয়?

 আমরা কেন ব্যর্থ হই? কারণ, আমরা নিজেদের জন্য লড়াই করতে ভয় পায়। সম্ভবত, সাফল্য লাভের জন্য ব্যর্থ হওয়া খুব কষ্টের জিনিস গুলোর একটি। যখন আমরা ব্যর্থ হই, তখন আবার চেষ্টা করার আগ্রহ হারিয়ে ফেলি অথবা আমাদের স্বপ্ন ও প্রতিভার জন্য কঠোর পরিশ্রম করতে মোটিভেশন এর অভাব বোধ করি। কখনো অন্যরা আমাদের ব্যর্থ বলে। আমরা নিজেদের ওপর বিশ্বাস না রেখে তাদের কথায় বিশ্বাস করি। আর আমরা আমাদের স্বপ্নের ক্যানভাস থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নেই। 

    "সাফল্য এবং ব্যর্থতা উভয়ই জীবনের অংশ কিন্তু কোনোটাই স্থায়ী নয়"।


ব্যর্থতা দুই ধরনের হয়ে থাকে। 

যখন পৃথিবীর সবাই মনে করে যে, আপনি একজন ব্যর্থ মানুষ। 

এক্ষেত্রে, হয়তো আপনি তা নন। আপনি শুধু একটু আলাদা।

অন্যটি হলো, আপনি নিজেকে ব্যর্থ মনে করেন। এক্ষেত্রে আপনি সত্যিই ব্যর্থ।

কারণ, আপনি নিজের সম্পর্কে অন্যের মতামত জেনে নিচ্ছেন।


আরেকটি কারণ আছে। তা হল, আমরা অলস। আমরা রেসিপি শেখার জন্য পরিশ্রম না করেই খুব মজার মিষ্টি আর মসৃণ কেক বানাতে চাই।

আমরা ছবি আঁকার জন্য যথেষ্ট শ্রম ও মেধা না খাটিয়ে ও পিকাসোর মত ছবি আঁকতে চাই। এবং আমরা যখন তা পারি না, তখন হাল ছেড়ে দেয় আর সারা জীবন এই বলে কাটিয়ে দেয় আমি সম্পূর্ণ ব্যর্থ একজন মানুষ।


জেকে রাওলিং বলেছেন: কোন ক্ষেত্রে ব্যর্থ হওয়া ছাড়া জীবন অসম্ভব, যদি না আপনি খুব সাবধানে জীবন যাপন করে থাকেন বা কখনো চেষ্টাই না করে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজের দোষেই ব্যর্থ।


জ্যাক মার্কস, স্টিভ জবস, বিল গেটস, ওয়াল্ট ডিজনি স্টিফেন হকিং পৃথিবীর সবচেয়ে সফল মানুষের তালিকায় আছেন। তাদের থেকে আমরা অনুপ্রাণিত হই। তারা সবাই তাদের প্রথম জীবনে খুব বাজেভাবে ব্যর্থ হয়েছিলেন। এইসব অনুপ্রেরণায় দুইটি জিনিস লক্ষ্য করা যায়।

তারা কখনো থেমে থাকেনি। এবং তারা নিজেদের যোগ্যতা কে কখনো সন্দেহ করেনি। তারা সফল না হওয়া পর্যন্ত বারবার চেষ্টা করে গেছেন। কারণ, তারা জানতেন তাদের মধ্যে পৃথিবীতে দেওয়ার মত ভিন্ন এবং চমৎকার কিছু আছে। তারা মোটেও ব্যর্থ ছিলেন না। কারণ, তারা নিজেদের প্রতিভা আবেগ ও চিন্তাভাবনার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। আসলে পৃথিবী তাদের তখনও চিনতে পারেনি, তারা সর্বোচ্চ ব্যর্থ ছিলেন। যতক্ষণ না তারা নিজেদের উপর বিশ্বাস আনতে পেরেছিলেন যে, তাদের ভুল বোঝা হয়েছে, তারা চরম ব্যর্থ হতেন যদি না তারা আবার চেষ্টা করা কে বেছে নিতেন।


ওয়াল্ট ডিজনি বলেছেন, যখন আপনার বয়স অল্প, তখন ব্যর্থতা থাকা ভালো। কারণ, এটা আপনাকে অনেক কিছু শেখায়। এবং আপনি একবার খারাপ কিছু মুখোমুখি হলে, পরে কখনো থেমে থাকবেন না।


আপনার ডিকশনারি থেকে অজুহাত শব্দটি মুছে ফেলুন। দারিদ্রতা বা সাহায্যের অভাব কোন অজুহাত হতে পারে না। 


আপনি যদি পরীক্ষায় ভালো করতে না পারেন এবং আপনি জানেন যে, রেজাল্ট আপনার জ্ঞান কতটুকু তা বোঝানোর জন্য যথেষ্ট না। তবে শুধু মনে রাখবেন, একাডেমিক রেজাল্ট কখনো আপনার লক্ষ্য হতে পারে না। কিন্তু, আপনার লক্ষ্য হতে পারে জ্ঞান অর্জন করা। জ্ঞান ঠিক সময়ে কাজে আসে। 


আপনি নিজে মনে না করা পর্যন্ত আপনি ব্যর্থ না। তাই আপনার অসাধারণ আইডিয়া গুলো মনের মধ্যে রেখে দিবেন না। পৃথিবী কে জানিয়ে দিন আপনি কতটা অসাধারণ। আপনার ভেতরের চমক বাইরের আলোতে নিয়ে আসুন একে আরও উজ্জ্বল করে তুলুন। কারণ,

             "Trailer is just the beginning".




No comments:

Post a Comment

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...