Monday, January 31, 2022

ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি এবং কেন প্রয়োজন?

 ♦️🔷ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি এবং কেন প্রয়োজন?


বর্তমান যুগ ইন্টারনেটের💻 যুগ। এখন মানুষ ঘরে বসে Online এ কেনাকাটা থেকে শুরু করে, Online এ ইনকাম করা সবটাই Digital Marketing এর ওপর নির্ভরশীল।


বর্তমান 🕓সময়ে Digital Marketing একটি অপরিহার্য অংশ। কারণ, মানুষ এখন যে কোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ঐ পণ্য সম্পর্কে সার্চ করে ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন Market এ ঘুরে ঘুরে না কিনে, Online থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে।


তাই একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে Digital Marketing এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।


✨বর্তমান যুগে Digital Marketing এর প্রয়োজনীয়তা


বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে। মানুষ যত বেশি Internet ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার Product এর মার্কেটিং করতে পারবেন।


আর আধুনিক বিশ্বে🌎 নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে Digital Marketing শেখার কোন বিকল্প নেই।


বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল📱 ফোন ব্যবহার করে। আর এই সংখ্যা খুবই দ্রুত গতিতে বেড়ে চলেছে। অনেক মানুষ আছে যারা একসাথে কয়েকটি মোবাইল ব্যবহার করে। তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য।


📌আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার Information Collection এর অন্যতম মাধ্যম।। কারণ, প্রায় সকল মোবাইল ব্যবহারকারী Internet ব্যবহার করে। তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে Digital Marketing এর প্রয়োজনীয়তা ও বাড়বে।


আপনি জেনে অবাক হবেন, একটা স্ট্যাটিসটিক্সের মাধ্যমে। 📇User Serve এ রিপোর্ট উল্লেখ করেছে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্য।


এছাড়া আরো একটি📇 Serve এ Result দেখিয়েছে, সারা বিশ্বে ৫৫% মানুষ যে কোন পণ্য ক্রয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীল।


📍মানে হচ্ছে, তারা Social Media থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে Information এবং Review জানতে পারে। আর ক্রেতা যার Presentation ও Product পছন্দ করবে তার থেকে Online এর মাধ্যমেই ক্রয় করে ফেলে।


✅৪৩% ই - কমার্স ক্রেতা Google  এ Search করে তাদের পছন্দের ই - কমার্স Website এ আসে। বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা Online থেকে Mobile এর মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটি ও দিন দিন বেড়েই চলেছে।


✅৭০% ক্রেতা যেকোনো Product কেনার আগে সেই Product সম্পর্কে Internet এ Search করে যাচাই-বাছাই করেন। আর Product পছন্দ হলে ঘরে বসেই Online এ Order করে ফেলেন।


✅৮২% ক্রেতা ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের Live Chat এর মাধ্যমে কথা বলতে চান।


আপনি হয়তো এখন কিছুটা হলেও বুঝতে পারছেন, ক্রেতারা কিভাবে Online এ তাদের কেনাকাটা সম্পন্ন করেন।

তাই আপনি যদি Digital Market এ টিকে থাকতে চান, তাহলে আপনার এখনি Digital Marketing নিয়ে ভাবা উচিত।


📌কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বসে নেই, সে তার Business কে Digital Marketing এর মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছে।


যেমন: Coca - Cola, Unilever, Nestle এর মতো বড় বড় Company গুলো ও কিন্তু বেশ তোড় জোড়ের সাথে বর্তমানে Digital World 🌎 এ নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে।


তাই বর্তমানে নিজের ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে Digital Marketing এর গুরুত্ব ও ভূমিকা অপরিসীম।





Saturday, January 29, 2022

কনটেন্ট কি?

 🌟কনটেন্ট কি?


কনটেন্ট হল কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য সহ তুলে ধরার মাধ্যম বা কনটেন্ট হল কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য উপাত্ত কে বোধগম্য করার নমুনা।


সেটা হতে পারে কোনও টেক্সট কনটেন্ট, ইমেজ কনটেন্ট, ভিডিও কনটেন্ট, পিপিটি কনটেন্ট, ডক ফাইল ইত্যাদি অনেক ধরনের কনটেন্ট আছে।

তবে ডিজিটাল মার্কেটিং এর জন্য ভিডিও কনটেন্ট, ইমেজ কনটেন্ট বেশি জনপ্রিয়। তাই আমাদের উচিত এ কনটেন্ট গুলো কে কিভাবে আকর্ষণীয় করে তুলবো সেটা জানা।


👉ভাল কনটেন্ট কি?


ভাল কনটেন্ট বলতে বুঝায় আপনার কনটেন্ট অরিজিনাল, কার্যক্ষম এবং আপনার কোন প্রশ্নের উত্তর দেয় এমন। একটি ভাল কনটেন্ট অবশ্যই হতে হবে সঠিক উৎস যুক্ত ইউনিক সংক্ষিপ্ত ব্যাকরণগত ভাবে সঠিক এবং সঠিকভাবে সাজানো।


❤️Happy Freelancing Life ❤️



এস ই ও কি?

 ✨✨SEO কি? (What is SEO)


SEO এর মানে হচ্ছে Search Engine Optimization.


যে পদ্বতিতে আপনার Website এর page কে একটি নির্দিষ্ট কি - ওয়ার্ডের ভিত্তিতে search এর মাধ্যমে গুগল, ইয়াহু, বি়ং সহ অন্যান্য Search Engine গুলোতে প্রথম পর্যায়ে অবস্থান করানো হয়। কিন্তু বর্তমানে বেশিরভাগ online Market গুলো Google Search Result এর অসাধারণ কিছু অ্যালগরিদম এর জন্য Google Search Engine কে টার্গেট করে SEO করে থাকে। কারণ বর্তমানে Google এই সবথেকে বেশি Search করা হয়।


অর্থাৎ সহজ ভাবে বলতে হলে Search Engine Optimization বা SEO হলো, Search Engine Optimization এর মাধ্যমে আপনার website কে Search Engine এর প্রথম পাতায় আনার একটি প্রযুক্তিগত কৌশল।


✨ Search Engine কি?


Search Engine হলো Internet Keyboard এর মাধ্যমে নির্দিষ্ট ভাবে কোন কিছু খোঁজা যেখানে কিছু লিখে Search দিলেই আমরা সাথে সাথে উওর বা তথ্য পেয়ে যায়। যেমন: Google এ যে কোন তথ্য পাওয়ার জন্য Search করে থাকি।


এখন প্রশ্ন থাকতে পারে Search Engine কি ভাবে কাজ করে?


যে কোন Website এর প্রতিটি Page এ ভিজিট করার মাধ্যমে সকল প্রকার ডাটাবেজ Google Search Engine Robot তাদের ডাটাবেজ Save করে রাখে এবং পরবর্তীতে যখন Search Engine এ Search করা হয় তখন ইনডেক্সড ডাটা থেকে Result গুলো আমাদের সামনে চলে আসে। Website যতটা SEO Friendly করবেন Search Result ততটা উপরে আসার সম্ভাবনা বেশি থাকবে।

যখন কেউ Search Engine এ নির্দিষ্ট কি- ওয়ার্ডের মাধ্যমে সার্চ করে তখন যে রেজাল্ট আসে সেখান থেকে প্রথমে ও উপরে আসার কারণ হলো তার Website এর Content এর মান সুন্দর সাজানো গোছানো এবং SEO Friendly করা। সব থেকে ভালো মানের Content গুলোকেই সব থেকে উপরে দেখা যায়। এভাবে আস্তে আস্তে নিচের দিকে বা পরবর্তী পেজে দেখাতে থাকে।


আর আপনার নিজের Website কে Search Engine এর প্রথম পাতায় আনতে হলে এই সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।


♦️SEO সাধারণত দুই প্রকার:

✔️On Page SEO 

✔️Off Page SEO


তবে সঠিক ভাবে SEO দুই প্রকার তা হলো

✔️Organic SEO

✔️Paid SEO


এবং এই Organic SEO এর মধ্যেই আছে 

👉On Page SEO

👉Off page SEO 


🔷Organic SEO এবং Paid SEO কি?


Organic SEO হলো Search Engine Optimization এর সবরকম নিয়ম যদি সুন্দর ভাবে অনুসরণ করেন তাহলে আপনার Website এর প্রথম পাতায় দেখা যাবে। এবং Paid SEO হলো Google Company কে Paid করবেন এবং আপনার Page কে স্বাভাবিক Search Result এর প্রথমে দেখাবে।

আমরা অনেক সময় Search করার পর কিছু কিছু Website কে প্রথমে পাই যেগুলোর পাশে Ad লেখা থাকে সেগুলো মূলত Paid SEO।


👉SEO করার জন্য দুইটি Sector আছে-


-White Hat SEO

-Black Hat SEO


White Hat SEO হলো আপনার Website এর জন্য Google নির্দেশিত Guideline কে কাজে লাগিয়ে আপনার Website কে rank এর জন্য যেই নিয়ম অনুসরণ করা হয় তাকে বুঝায়। SEO র সকল সঠিক নিয়ম অনুসরণ করাই White Hat SEO।


Black Hat SEO আপনি SEO এর সকল নিয়ম ভঙ্গ করে যেভাবে Rank বৃদ্ধি করবেন ওটাই মূলত Black Hat SEO। তবে বর্তমানে Google এর আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর জন্য Black Hat SEO ঠিকভাবে কার্যকর হয় না।

এজন্যই সবাই White Hat SEO অনুসরণ করে থাকে।



সেলস ও মার্কেটিং এর পার্থক্য কি?

 ✨✨Sales ও Marketing এর মধ্যে পার্থক্য কি?


Marketing এবং Sales এর পার্থক্য জানার আগে আমাদের জানতে হবে Marketing এবং Sales কি।


সহজ কথায় Marketing হচ্ছে গ্রাহক - ভিত্তিক আর Sales হচ্ছে পন্য ভিত্তিক।


অর্থাৎ কোন পন্য সরাসরি বিক্রি করাটা হলো Sales আর কোন পন্য তৈরি করার পর তা সম্পর্কে সবার কাছে প্রচার করাটা হলো Marketing।


✨তবে Marketing এর শেষ হয় Sales দিয়ে।


Sales হচ্ছে Marketing এর গুরুত্বপূর্ণ সর্বশেষ ধাপ।

Sales না হলে Marketing সম্পূর্ণ হয় না আবার Marketing ছাড়া ও Sales সম্পন্ন হয় না।


♦️Sales ও Marketing এর পার্থক্য:


👉Marketing হচ্ছে একটি প্রক্রিয়া আর Sales হলো Marketing এর প্রক্রিয়ার একটি অংশ।


👉Marketing হলো কাজের সমষ্টি আর Sales হচ্ছে Marketing এর ফলাফল।


👉Marketing বাজারজাত করন বৃহৎ ও গতিশীল আর Sales বা বিক্রয় একটি ক্ষুদ্র ধারনা।


👉Marketing ক্রেতার অভাবকে পন্যে রূপান্তর করে। আর Sales পন্যকে নগদ টাকায় রূপান্তর করে।


👉Marketing দীর্ঘ মেয়াদি এবং Sales স্বল্পমেয়াদি।


👉Marketing পন্য/ সেবা, মূল্য, বন্টন, প্রসার নিয়ে কাজ করে। আর Sales প্ল্যান, প্রক্রিয়া ,বিক্রয় এলাকা, বিক্রয় লক্ষমাত্রা নিয়ে কাজ করে।


Sales and Marketing এর পার্থক্য থাকলেও Sales কিন্তু Marketing এর একটি গুরুত্বপূর্ণ ধাপ। Sales ছাড়া Marketing এর কাজের ফলাফল আশা করা যায় না। আবার Marketing না করলে Sales আশা করা যাবে না।



মার্কেটিং কত প্রকার?

 ✒️মার্কেটিং কত প্রকার ও কি কি? (Types of marketing)


মার্কেটিং এর প্রকার মূলত দুইটি।


👉B2B - Business to business

👉B2C -Business to consumer


📝 Business to business marketing


Business to business marketing কে B - to - B Marketing ও বলা হয়।


এটি মার্কেটিং এর এমন একটি প্রক্রিয়া যেখানে, ব্যবসায়ীদের মাঝখানে লেনদেন (Transactions) করা হয়।


🔷For Example,


ধরুন, আপনি একটি manufacture company এবং আপনি আপনার ব্যবসার মার্কেটিং করছেন একজন whole saler এর কাছে। 

বা একটি whole saler business এর সাথে লেনদেন বা প্রমোশন ঘটিত হচ্ছে একটি retail business এর মধ্যে।


মনে রাখবেন, এই ক্ষেত্রে একটি ব্যবসা কিন্তু সাধারণ গ্রাহকের কাছে কোন রকমের লেনদেন, প্রচার বা মার্কেটিং করছেনা।


এভাবে একটি business অন্য একটি business এর সাথে বা কাছে করা মার্কেটিং এর প্রক্রিয়াটিকে বলা হয় business to business marketing।


📝 Business to consumer marketing


Business to consumer (B2C) হলো এমন একটি মার্কেটিং কৌশল, যেখানে জনসাধারণের কাছে (Individual people) গিয়ে ব্যবসার প্রচার করা হয়।


এই ক্ষেত্রে online এবং offline এ বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে মার্কেটিং করা হয়।


B2C র ক্ষেত্রে, আমরা সরাসরি consumer বা গ্রাহকদের টার্গেট করে promotion বা advertising বা অন্যান্য marketing এর কৌশল গুলো apply করি।


♦️For Example,


ধরুন, আপনি কলমের মার্কেটিং করতে চাচ্ছেন। আপনি কলমটি নিয়ে সাধারণ লোকদের মধ্যে গিয়ে promotion বা advertising করেন। 

তাহলে সেটাকে B2C বা Business to consumer marketing বলা হয়।


ডিজিটাল মার্কেটিং কাকে বলে?

 🔷 ডিজিটাল মার্কেটিং কি ?


বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন মানুষ ঘরে বসে বিশ্বের সব খবর রাখতে পারে।

♦️ Digital marketing হলো ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পন্য, কোন প্রতিষ্ঠান বা ব্রান্ডের প্রচারণা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার সবচেয়ে বেশি। কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে তারমধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।

তাই social media ও Digital মাধ্যম গুলোকে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো উন্নত হচ্ছে।

Digital marketing এর অনেকগুলো মাধ্যম আছে তারমধ্যে  

সেরা ৮টি মাধ্যম হলো:

👉 Search Engine Optimization (SEO)

👉 Search Engine Marketing (SEM)

👉 Social Media Marketing

👉 Digital Display Marketing

👉 Content Marketing

👉 Mobile Marketing

👉 Affiliate marketing

👉 Email Marketing







মার্কেটিং কাকে বলে?

 ♦️মার্কেটিং কি? (What is Marketing?)


Marketing হলো, যে কোন brand, business, product বা service কে, মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলির demand ও value বৃদ্ধি করার একটি প্রক্রিয়া।


এই প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের মার্কেটিং কৌশল ব্যবহার করা হয়।


যে কোন ছোট ব্যবসায়ী থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোকে ও তাদের product, brand বা business এর মার্কেটিং করতে হয়।


এই Marketing প্রক্রিয়ার মাধ্যমেই তারা সবার কাছে তাদের brand, products, ও services গুলোর ব্যাপারে জানিয়ে দিতে পারেন।


তাছাড়া, বর্তমান সময়ে কিছু কার্যকর "Marketing stratagi" ছাড়া একটি business বা brand সফলতার সাথে তাদের ব্যবসার মার্কেটিং করতে পারাটা সম্ভব না।


♦️Marketing এর বিভিন্ন definition আছে।

 

সব থেকে গুরুত্বপূর্ণ definition হলো:


🔷 Marketing হলো এমন একটি Management process যার মাধ্যমে কোন goods বা services একটি concept এর মধ্যে দিয়ে পন্যের আকারে গ্রাহকের কাছে চলে যাচ্ছে।


এটা হলো এমন এক business process যেখানে গ্রাহকের চাহিদা ও চাওয়া গুলোকে খুঁজে products ও services এর মাধ্যমে তাদের satisfy করা হয়।


তাছাড়া এভাবে ও বলা যায়-

Marketing হলো এমন একটি কৌশল, যার মাধ্যমে নিজের products এবং services এর প্রতি সম্ভাব্য গ্রাহকদের আগ্রহী করে তোলা হয়।


Marketing এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে "প্রক্রিয়া" বা "process"


এই সম্পূর্ণ process বিভিন্ন বিষয়ের সাথে জড়িত।


যেমন:

👉গবেষণা করা (researching)

👉প্রচার করা (promoting)

👉বিক্রি করা (selling)

👉প্রডাক্ট বা সার্ভিস গুলি বিতরণ করা (distributing)।


For Example:


মনে করেন, আপনি একটি নতুন smart phone তৈরি করার কথা ভাবছেন।

এখন, Market এ এতো ভালো কোম্পানি আছে যাদের Mobile গ্রাহকরা খুব পছন্দ করে।

তো লোকেরা আপনার মোবাইল কেন কিনবে?


এখানেই আসছে research করার বিষয়টি, যেখানে আপনার খুঁজে বের করতে হবে গ্রাহকের চাহিদা কি।

গ্রাহক কিরকম এবং কি কি Feature, Function বা কোন budget এর মোবাইল সহজে কিনবে।তা আপনার খুঁজে বের করতে হবে।


এরকম একটি মোবাইল তৈরি করার পর, আপনার করতে হবে promotion


Product Promotion এর বিভিন্ন কৌশলের মাধ্যমে আপনার মোবাইল বা পণ্যের বিষয়টি লোকদের কাছে নিয়ে যেতে হবে।


এবং promotion এর মাধ্যমে আপনার গ্রাহকদের বোঝাতে হবে,

কেন তারা আপনার বানানো মোবাইল কিনবে? আপনার মোবাইল কিনলে তাদের কি লাভ হবে?





যদি আপনার বানানো মোবাইল গ্রাহকের চাহিদা পূরণ করে বা তাদের লাভ হয় তাহলে তারা অবশ্যই কিনবে।


শেষে product Promotion এর পর, আপনার কাজ থাকবে product selling এবং distributing।


এই সম্পূর্ণ প্রক্রিয়াকেই বলা হয় মার্কেটিং (Marketing process)।

মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...