🧑🔧 Off Page SEO কি?
Search engine optimization বা SEO সাধারণত দুই প্রকার। যথা-👇
👉On Page SEO
👉Off Page SEO
✔️✔️আজকে আলোচনা করব Off Page SEO নিয়ে।
কোন একটি ওয়েবসাইটকে রেঙ্ক করানোর জন্য আমাদের ওয়েবসাইটটির Off Page SEO নিয়েই বেশি কাজ করতে হয়।
Off Page SEO মানে হল, নিজের ওয়েবসাইট কে এমন কিছু টেকনিক ব্যবহার করে search engine এর জন্য optimization করা, যেখানে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয় না। যা আপনি ওয়েবসাইটের বাইরে থেকে করে থাকেন।🛠️
অর্থাৎ, আপনি search engine page এরমধ্যে আপনার ওয়েবসাইটকে rank করানোর জন্য ওয়েবসাইটের বাইরে থেকে কিছু কাজ করে থাকেন।
সহজ কথায় এই SEO পদ্বতিটি হলো link building ⛓️এবং promotion করা।
Off page seo টেকনিক ব্যবহার করে, আমরা ইন্টারনেটে আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ডিং করে ওয়েবসাইটের ভালো reputation তৈরি করতে পারি।
যদি আপনার ব্লগের content সেরা এবং ভালো হওয়ার সাথে সাথে, ইন্টারনেটে ব্লগটির একটি ভালো reputation থাকে, ব্লগটি জনপ্রিয় থাকে তাহলে Google search engine থেকে আরও বেশি traffic পাওয়ার সুযোগ হবে।
কারণ, জনপ্রিয় এবং ভালো reputation থাকা ওয়েব সাইটগুলি Google অধিক পছন্দ করে।
নিজের website বা blog এর branding বা ভালো reputation তৈরি করার জন্য, ভালো ভালো quality content লিখা ছাড়াও বাকি যা যা মাধ্যম ব্যবহার করতে পারবেন, সেগুলিকে বলা হয় off page seo techniques.
🔧Off Page SEO কিভাবে করতে হয়?
১/ Backlink📎 তৈরি করুন-
ব্যাকলিংক তৈরী করাটা, off page seo এর সব থেকে জরুরি অংশ।
ব্যাকলিংক মানে হল, যেকোনো অন্য ওয়েবসাইট বা ব্লগে আপনার ওয়েবসাইট বা ব্লগের URL address অর্থাৎ link 🖇️ থাকা।
একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করার বিভিন্ন মাধ্যম রয়েছে।
➡️যত বেশি ভালো এবং high quality ও high DA / PA ওয়েব সাইটগুলি থেকে নিজের ওয়েবসাইট এর জন্য ব্যাক লিঙ্ক পাবেন, google এর নজরে আপনার ওয়েবসাইট ততটাই জনপ্রিয় থাকবে।
➡️অধিক বেশি domain authority থাকা ওয়েবসাইটগুলির থেকে নিজের ওয়েবসাইটে ব্যাকলিংক নিতে পারলে, আপনার ওয়েবসাইটের "domain authority" এবং "search engine ranking" অধিক বৃদ্ধি পাবে।
☑️যদি ভালো করে দেখা যায়, তাহলে off page seo বললে কিন্তু "ব্যাকলিংক" তৈরী করাটাই বোঝায়।
২/ Social media engagement-
✅ব্লগে social media engagement বজায় রাখাটা একটি major off page seo technique হিসেবে ধরা হয়।
✅তাই, ব্লগ এবং ব্লগের কন্টেন্টগুলি নিয়ে social media account গুলিতে আপনার active থাকতে হবে।
✅অর্থাৎ, Facebook.com, Twitter.com, Instagram.com, LinkedIn.com, Pinterest.com এবং আরো কিছু জনপ্রিয় high DA / PA social media platform গুলিতে নিজের ওয়েবসাইটের একটি page বা profile তৈরি করতে হবে।
✅প্রত্যেক social media profile গুলির থেকে যতবেশি traffic বা visitors আপনার ওয়েবসাইটে আসবে, Google search আপনার ওয়েবসাইটকে ততটাই বেশি ভালো পাবে।
✅তারপর, তৈরি করা নিজের ওয়েবসাইটের social profile গুলিতে regular ব্লগের content ও article share করুন।
✅এতে, আপনার ব্লগ ও ওয়েবসাইটের নাম হবে, জনপ্রিয়তা বাড়বে এবং social media backlink⛓️ তৈরি হতে থাকবে।
✅প্রত্যেকটি social media traffic ব্লগের off-page seo র জন্য অনেক জরুরী।
✅কারণ, social media traffic এর মাধ্যমে google search আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং reputation অনুমান করতে পারে।
✅Social media profile গুলিতে share করা আপনার ব্লগের আর্টিকেল গুলিতে যখন কেউ click করে আপনার ব্লগে আসবে, তখন একটি valid social traffic আপনি পাবেন।
✅Social media traffic এর মাধ্যমে google বুঝতে পারে, ইন্টারনেটে আপনার লেখা content গুলি লোকদের মধ্যে অনেক প্রচলিত।
তাই, google দ্বারা সার্চ ইঞ্জিনে ও আপনার ব্লগের content গুলি ভালোভাবে rank হওয়ার সুযোগ হয়ে দাঁড়ায়।
📌মনে রাখবেন, নিজের ওয়েবসাইটে কিছু পরিমাণে হলেও, social media গুলির থেকে traffic আনার চেষ্টা রাখতে হবে।
৩/ Social bookmarking sites-
➡️সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট হলো, এমন একটি online service যেখানে user রা যেকোনো website বা webpages বা links গুলিকে bookmark হিসেবে save করে রাখতে পারেন এবং অন্যদের সাথে সেই links গুলি শেয়ার করতে পারেন।
➡️নিজের ওয়েবসাইট বা ব্লগ গুলিকে অনলাইন promote এবং marketing করার জন্য, এই ধরনের bookmarking website অনেক কাজে আসবে।
➡️যখন আপনার ওয়েবসাইটের যেকোনো একটি page এই social bookmarking সাইট গুলিতে bookmark করবেন, তখন সেই page এ কিছু free direct traffic পাওয়ার সাথে সাথে backlinks ও পেয়ে যাবেন।
➡️তাছাড়া, অন্যান্য লোকেরা আপনার bookmark করা website link এর মাধ্যমে, আপনার ব্লগের ব্যাপারে জানতে পারবে। এতে, আপনার ব্লগের brand তৈরি হবে।
৪/ Blog directory submission-
✅ভালো এবং high quality backlinks তৈরি করার জন্য, directory submission websites গুলি সবসময় একটি ভালো এবং কার্যকর উপায়।👍
✅আপনার শুধু কিছু ভালো high DA এবং do-follow ব্লগিং ডিরেক্টরি ওয়েবসাইটে গিয়ে register করতে হবে।
✅তারপর, directory তে থাকা বিভিন্ন category গুলির মধ্য থেকে নিজের ব্লগের সাথে জড়িত একটি category বাছাই করে নিতে হবে। এই মাধ্যমে নিজের ব্লগের URL link জমা করার ফলে, আপনার সেই directory website থেকে backlink🔗 পাবেন।
✅ফলাফল আসতে সময় লাগলেও, যখন ফলাফল পাবেন তখন সেটা অনেক সময়ের জন্য আপনার ওয়েবসাইটের কাজে আসবে।
৫/ Forum submission-
☑️ইন্টারনেটে এরকম অনেক high DA do-follow forum websites আছে, যেগুলিতে গিয়ে লোকদের প্রশ্নের উত্তর দিতে পারবেন।
📌তবে, অবশ্যই আপনার ব্লগের topic, niche বা subject এর সাথে related এরকম forum website গুলিতে যোগদান দিতে হবে।
☑️সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর দেওয়ার সময়, উত্তরের সাথে জড়িত আপনার ব্লগের আর্টিকেল গুলির লিংক📎 দিয়ে দিতে পারবেন।
☑️এতে, আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভালো do-follow backlink🖇️ তৈরি হওয়ার সুযোগ থাকবে।
৬/ Guest posting করে-
📝গেস্ট পোস্টিং মানে হল, একটি আর্টিকেল লিখে অন্য ব্যক্তির ব্লগ বা ওয়েবসাইটে publish করা।
✅গেস্ট পোস্টিং হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি অসংখ্যক high quality backlink🔗 এবং নিজের ব্লগের জন্য direct referral traffic👥 নিয়ে আসতে পারবেন।
✅আপনার যা করতে হবে, আপনার ব্লগের niche এর সাথে related থাকা ৪-৫ টি ব্লগ খুঁজুন।
✅তারপর, আপনার ব্লগ থেকে ব্লগের মালিকের email Id নিয়ে তাদেরকে email📮 করুন। লিখুন, আপনি তাদের ব্লগের জন্য একটি গেস্ট পোস্ট করতে চাচ্ছেন।
✅যদি ব্লগের মালিক আপনাকে অনুমতি দেয়, তাহলে একটি high quality এবং আকর্ষণীয় article লিখুন।
✅আর্টিকেল এর যেকোনো একটি বিশেষ জায়গায় নিজের ব্লগের শুধু একটি link🔗 দিয়ে দিন।
✅এখন, আপনার ব্লগের লিংক সহ আর্টিকেলটি যখন সেই ব্লগে ব্লগের মালিকের দ্বারা পাবলিশ করা হবে, তখন তার ব্লগের থেকে আপনার দুই রকম লাভ হবে।
✔️✔️
১/ আপনি আর্টিকেলটিতে দেওয়া, নিজের ব্লগের লিংক এর দ্বারা সেই ব্লগ থেকে direct traffic পাবেন।
২/ ব্লগের লিংক যেহেতু article টিতে থাকবে, তাই আপনার ব্লগের জন্য high quality backlink তৈরি হবে।
📌তবে, সেই ব্লগগুলিতে guest post করার সিদ্ধান্ত নিবেন, যেই ব্লগগুলির domain authority যেন ৩০ থেকে বেশি থাকে, সেটা ভালো করে দেখে নিবেন।
কারণ, high domain authority থাকা ওয়েব সাইটগুলি থেকে আসা ব্যাকলিংকের গুরুত্ব গুগলের কাছে অনেক বেশি।
৭/ Question and Answer sites-
☑️High DA থাকা question and answer ওয়েব সাইটগুলি এর থেকে ভালো পরিমাণে direct traffic👥 এবং quality backlinks⛓️ পেতে পারবেন। যেমন: Answer.yahoo.com এবং quora.com.
☑️লোকেরা এই ধরনের question and answer ওয়েবসাইটগুলোতে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
☑️আপনি আপনার ব্লগের বিষয়ের সাথে জড়িত প্রশ্ন খুঁজে সেই প্রশ্নের উত্তর দিবেন এবং সাথে নিজের ব্লগের আর্টিকেলের URL link 🔗 দিয়ে দিবেন।
☑️এতে, high quality প্রশ্ন-উত্তর ওয়েবসাইটগুলির থেকে traffic পাওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটের জন্য কিছু quality backlinks🔗 তৈরি হতে থাকবে।
৮/ YouTube এর মাধ্যমে-
✅YouTube যেকোনো product, service বা content এর promotion বা marketing করার জন্য একটি সেরা মাধ্যম বলা যেতে পারে।👍
✅কারণ, Google এর পরেই youtube হল সব থেকে বেশি ব্যবহার হওয়া video search engine.
✅আপনিও youtube এ একটি channel তৈরি করে নিজের ব্লগের content গুলিকে video content হিসেবে তৈরি করে publish করতে পারবেন।
✅তাছাড়া, youtube এ প্রত্যেক ভিডিও upload করার সময়, description box এ নিজের ব্লগের লিংক দিয়ে youtube থেকে high quality backlinks পেয়ে যেতে পারবেন।
৯/ Image submission websites-
🧬ইন্টারনেটে বিভিন্ন ভালো ভালো image submission websites রয়েছে। যেগুলিতে আপনার ছবি জমা দিয়ে নিজের ওয়েবসাইটের জন্য quality backlinks🔗 তৈরি করা যায়।
☑️প্রত্যেকটি ছবি জমা দেওয়ার আগে অবশ্যই ছবি গুলিকে ভালো করে optimize করে নিতে হবে। upload করার সময় ছবিতে সঠিক title tag এবং ওয়েবসাইটের লিংক📎 ব্যবহার করতে হবে।
📌মনে রাখবেন, সঠিক on page seo এবং off page seo techniques এর ব্যবহার করে নিজের ওয়েবসাইট কে search engine এর জন্য optimize করতে পারলে, search engine result page এ আপনার ওয়েবসাইটের ভালো position থাকবে।
📌তাই, on page seo একটি ওয়েবসাইটের SEO র জন্য যতটা জরুরী, ঠিক ততটাই off page seo কিন্তু জরুরী।