কিওয়ার্ড হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা একটি আর্টিকেল বা একটি ওয়েব পেজের মূল বিষয়বস্তু কে নির্দেশ করে। অর্থাৎ কিওয়ার্ড হচেছ সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা ব্যবহার করে একজন ব্যক্তি গুগল বা অন্য যেকোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তার কাঙ্খিত পণ্য বা সেবা অনুসন্ধান করে থাকে।
যেমন ধরুন, আপনি কেক বানাবেন। কিন্তু কিভাবে কেক বানাতে হয় আপনি জানেন না। তাহলে কিভাবে কেক বানাবেন তা জানতে হলে আপনাকে এই বিষয়ে কোন একটি আর্টিকেল পড়তে হবে বা ভিডিও দেখতে হবে। যার জন্য আপনাকে গুগল বা অন্য যেযেকোন সার্চ অপশনে এ বিষয়ে সার্চ করতে হবে।
এখন আপনি গুগলে গিয়ে “How to make a cake?” লিখে সার্চ করলেন। অতঃপর কেক কিভাবে বানাতে হয় সেই সম্পর্কে গুগল আপনাকে কিছু ওয়েবসাইটের আর্টিকেল এবং ভিডিও show করবে আর আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে গেলেন। অর্থাৎ এখানে “How to make a cake?” হল একটি কিওয়ার্ড। আবার শুধু cake লিখে সার্চ করতে পারেন। এক্ষেত্রে শুধু “cake” একটি কিওয়ার্ড। সহজ কথায়, keyword বলতে বোঝায় আমরা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি।
Keyword হলো কিছু শব্দের সমষ্টি যা দিয়ে google, youtube বা অন্য কোন সার্চ ইঞ্জিনের search bar এ কিছু সার্চ করলে আপনার কাঙ্খিত search result টি আপনার সামনে চলে আসবে।
🔑🏷️কিওয়ার্ড কত প্রকার?
বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিওি করে keyword এর প্রকারভেদ হয়ে থাকে। keyword মূলত দুই প্রকার:
Long-tail keyword
Short-tail keyword বা Head terms keyword
Long-tail keyword এবং Short-tail keyword কি এই সম্পর্কে বুঝতে উপরের উদাহরণটি দেওয়া যেতে পারে।
আপনি যদি google বা অন্য কোন সার্চ ইঞ্জিনে “How to make a cake” লিখে সার্চ করেন সেটি হচেছ Long-tail keyword। আর যদি শুধু “Cake” লিখে সার্চ করেন সেটি “Short-tail বা Head terms keyword”।
🛠️🔑কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব:
সঠিক keyword বিহীন আর্টিকেল - চালকবিহীন নৌকার মতো।
একটি ব্লগ বা আর্টিকেলের জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করার প্রক্রিয়াই হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ তা জানতে হলে আগে জানতে হবে একটি ব্লগ বা আর্টিকেল কিভাবে রেঙ্ক করে? এবং একটি আর্টিকেল কিভাবে সার্চ ইঞ্জিনের প্রথম সারির ফলাফল গুলোর মধ্যে আসে?
লেখক এবং পাঠক উভয়ের ক্ষেত্রেই একটি ব্লগ বা আর্টিকেল শুরু হচ্ছে keyword দিয়ে। একজন লেখক সর্বপ্রথম কিওয়ার্ড নির্বাচন করার মাধ্যমে লেখার বিষয়বস্তু তৈরি করে, আর একজন পাঠক সেই কিওয়ার্ড দিয়েই গুগলে তার কাঙ্খিত আর্টিকেল সার্চ করে।
অর্থাৎ লেখক এবং পাঠক দুই দিক থেকেই keyword দিয়েই শুরুটা হচ্ছে।
একটি ব্লগ বা ওয়েবসাইটের মূল সম্পদ হচ্ছে ট্রাফিক বা ভিজিটর। আর এই ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে keyword research এর গুরুত্ব অপরিসীম।